করোনার বিরুদ্ধে নির্মাতা ফারুকীর যুদ্ধ ঘোষণা!
বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক। এরই মধ্যে বাংলাদেশেও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। সরকার স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছেন। দিনে দিনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ নিয়ে উদ্বিগ্ন দেশের মানুষ। চায়ের দোকান থেকে ফেসবুক সব জায়গায় আলোচনার বিষয় করোনা।
অনেকে করোনা সংক্রান্ত সচেতনতামূলক পোস্ট করছেন ফেসবুকে। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন—‘বিশ্বের বড় বড় দেশের কর্তাব্যক্তিরা এটাকে তুলনা করছে যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে। এটাতো এক অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় মহাযুদ্ধই। না হলে কেউ দুঃস্বপ্নেও ভাবছিল, আলো ঝলমলে সব বড় শহর ফাঁকা মরুদ্যান হয়ে যাবে? আর লোকেরা ঘরে বসে দিন গুজরান করবে?’
সকলের প্রতি আহ্বান জানিয়ে এ নির্মাতা লিখেছেন, ‘আসেন আমরাও এটাকে যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবেই লই। নিজের হাতের সাথে যুদ্ধ করি, হাত পরিষ্কার রাখার যুদ্ধ। নিজের মনের সাথে যুদ্ধ করি, ঘুরতে না যাওয়ার, বেশি মানুষ এক জায়গায় না হওয়ার, আড্ডাবাজি না করার যুদ্ধ। বাঁইচা থাকলে এইসবই করতে পারব।’
সরকারের দৃষ্টি আকর্ষণ করে ফারুকী লিখেছেন—‘আর সরকারের বন্ধুরা, আসেন করি, টেস্টিং কিট সংগ্রহ করার যুদ্ধ, প্রতিটা হাসপাতালে করোনা মোকাবিলা ইউনিট বানানোর যুদ্ধ, ডেসিগনেটেড নার্স এবং ডাক্তারের দল বানানোর যুদ্ধ, লোকজনরে ঘরের ভিতর রাখার যুদ্ধ।
পনেরো দিনের ছুটি দিয়া আন্তজেলা যোগাযোগ বন্ধ করে দিলে কী হয়? সেনাবাহিনী মাঠে নামাইয়া মানুষের মুভমেন্ট জিরোতে নিয়া আসলে কী হয়? কি কি সাপোর্ট সিস্টেম চালু করলে ঘরে থাকলেও মানুষের খাওয়ার কষ্ট হবে না সেই প্রোগ্রাম নিলে কী হয়? যুদ্ধ হইলে তো এইসবই হইতো নাকি? শত্রু ঢুইকা পড়ার আগেই প্রস্তুত হওয়া মানেই যুদ্ধ জয়। আসেন জিতি। কারণ এছাড়া আমাদের সামনে আর কোনো অপশন নাই।’