এবার সহায়তার হাত বাড়ালেন ওমর সানী

করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।

করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের শিক্ষা-প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরনের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানা পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। সেই কাতারে এবার যুক্ত হলেন নায়িক ওমর সানি।

নায়ক ওমর সানি এরআগে ফেসবুক লাইভে ও ভিডিও বার্তায় মানুষকে সচেতন করলেও এবার সশরীরে হাজির হয়ে এফডিসিতে সহায়তার হাত বাড়িয়ে দেন।

ওমর সানি বলেন, ‘আমি বেশ কিছু দিন ধরেই বাসায় আছি কিন্তু আজ আর থাকতে পারলাম না বসে। যেই মানুষগুলো সারা বছর আমাদের নানা ভাবে শুটিংএ না খেয়ে সারাক্ষন আমাদের নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য আজ অল্প কিছু করলাম। আমি কারো নাম বলে কাউকে ছোট করে দান করতে চাই না।’

তিনি আরো বলেন, ‘আমি যখন তাদের হাতে খাবার গুলো তুলে দিচ্ছিলাম তা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারিনি। মন চাচ্ছিলো যেই সহায়তা করেছি তার চেয়ে পাচ গুন বেশী করলেও হয়তো আত্ম তৃপ্তি মিলতো না।’

এসময় তিনি আরো বলেন, ‘আমি আমার দেশের বাইয়ের কিছু বন্ধুর সাথে যোগাযোগ করার চেস্টা করছি। যেন তাদের সহযোগিতা নিয়ে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি।’

উল্লেখ, রোবাবার ওমর সানি কিছু সংখ্যক প্রোডাকশন ম্যানেজার ও অন্যান্যদের মাঝে খাবার বিতরণ করেন।

Ad