‘নভেল করোনা’ | কবিতা

ভাবনাতে দেশ আমার, হৃদয়ে ব্যাকুলতা। রক্ষা করো হে সৃষ্টিকর্তা, ফিরিয়ে দাও স্বাভাবিকতা। আমার এই সোনার দেশে, মায়াবী ঘাতক বেশে। দিয়েছে হানা- COVID 19 নভেল করোনা। বেড়েছে সামাজিক দূরত্ব- হারিয়েছে মানুষ ভ্রাতিত্ব। খুঁজি মুক্তির বার্তা- কবে জিতবে মানবতা।

করোনার এই সময়ে, দেশ সেবার সহজ সুযোগ পেয়ে। ঘরে থাকার সামান্য নির্দেশনা, মানতে কেন পারি না। ভুলে গেলাম দেশ- পরিবার, নিজের কথা। অবাধ বিচরণে ঝুঁকিতে, আজ দেশের আমজনতা।

মহামারির এই ক্রান্তি কালে, মানব সেবার কথা ভুলে। জ্ঞানপাপী কিছু জননেতা, চুরি করে গরিবের ত্রাণ সহায়তা। করোনা চিনিয়েছে- সময়ের দাবি বুঝিয়েছে- কে নকল, কে আসল নেতা।

প্রাণঘাতী এই মায়াবী করোনার বিরুদ্ধে, লড়াই করছে যারা সম্মুখ যুদ্ধে। সেলুট জানাই সেই বীরদের প্রতি, কৃতজ্ঞচিত্তে পুরো বাঙালি জাতি। খুলবে লক ডাউনের তালা- আসবে কর্মব্যস্ততার পালা। ফিরে পাব আবার মুক্ত স্বাধীনতা।

করোনার এই কালো মেঘের ছায়া- একদিন মুছে যাবে সব কায়া। ঘুচে যাবে সামাজিক দূরত্ব- আছে যতো প্রতিবন্ধকতা। ফিরে পাবো মায়ার বাঁধন- চির চেনা সামাজিকতা। হাসবে আবার দেশের মানুষ- আসবে উন্নয়নের সফলতা।

কবিতাটি লিখেছেন আরিফুল আলম (মাগুরা)।

কবিতা, প্রবন্ধ, ছড়া, গল্প পাঠিয়ে দিন আমাদের কাছে। লেখাগুলো অবশ্যই ছোট আকারে হতে হবে। লেখা পাঠানোর ঠিকানা : sk.media@yahoo.com

Ad