ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংসার’
চলচ্চিত্র প্রযোজনা সংস্থা বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংসার’। শহুরে আটপৌরে জীবনে বউ-শাশুড়ির দ্বন্দের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। সামাজিক বার্তা নির্ভর ‘সংসার’ পরিচালনা করেছেন জাকির হোসেন সিমান্ত।
এ প্রসঙ্গে পরিচালক সিমান্ত বলেন, ‘আসলে সমাজকে পরিবর্তন করে দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের চলচ্চিত্রটি দেখে একজন মানুষও যদি তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় তাহলে ভালো লাগবে।’
‘সংসার’-এর চিত্রনাট্য করেছেন আহমেদ জামান শিমুল। তিনি জানান, বিশেষ কোনো চমক সৃষ্টি করা এই ছবির উদ্দেশ্য নয়। বরং বাস্তবতার একটি বিশ্বস্ত চিত্রভাষ্যের দিকে তারা নজর দিয়েছেন।
গত ১১ জুন ঢাকায় ‘সংসার’র শুটিং হয়েছে। স্বল্পদৈর্ঘ্যটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমিন মজুমদার, লিংকন, রেবেকা ও শিউলী। ক্যামেরায় ছিলেন ফরহাদ হোসেন। প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী।