ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে সাফায়েত মনসুর রানা
আফজালুর ফেরদৌস রুমন : করোনা মহামারির কারনে সরকার কর্তৃক ঘোষিত সাধারন ছুটিতে আমরা প্রতিটা মানুষই আমাদের পরিবার বা কাছের মানুষের গুরুত্ব বুঝতে পেরেছি। ব্যস্ততার কারনে নিজের পরিবার বা কাছের মানুষদের সময় না দেয়া, খোজখবর না নেয়াটাই অভ্যাস হয়ে গিয়েছিলো। সেই অবস্থান থেকে আমরা নিজেদের ভাবনা বদল করেছি৷
আমাদের সেই উপলব্ধি নিয়েই ঈদুল ফিতরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন দেশের আলোচিত এবং জনপ্রিয় সাতজন পরিচালক। ‘ঘরবন্দী সময়ের গল্প’ সিরিজ নামে সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গুলো সাড়া জাগিয়েছিলো। এই আয়োজনে সাফায়েত মনসুর রানার ‘মধ্যনায়ক’ বেশ আলোচনায় এসেছিলো। অল্প সময়ের ভেতরে এতো চমৎকার কাজ দর্শকদের সামনে উপস্থাপন এবং সেটি দিয়ে প্রশংসা পাওয়া নির্মাতা হিসেবে তার এবার দক্ষতা এবং স্বকীয়তা প্রমান করে।
এবার কোরবানির ঈদে ‘ঘরবন্দী সময়ের গল্প ‘সিজন-টু’ নিয়ে হাজির হচ্ছেন সাতজন নির্মাতা। তবে এবার ‘ঘরবন্দী সম্পর্কের গল্প’ নামে নতুন সাত পর্বের সিরিজ প্রচার করা হবে। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সেসব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। এরই ধারাবাহিকতায় দেশের এই সময়ের অন্যতম আলোচিত এবং দক্ষ নির্মাতা সাফায়েত মনসুর রানা হাজির হচ্ছেন ‘প্রেশার কুকার’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে। এমনিতেই খুব কম কাজ করেন এই গুনী পরিচালক।
কিছুদিন আগে বাস্তব ঘটনার আলোকে দুজন পক্ষাঘাতগ্রস্ত মানুষের ভালোবাসার গল্প নিয়ে ‘পরিপূরক’ নামের নাটকটি নির্মান করেও আলোচিত হয়েছেন তিনি। মেহজাবীন এবং আফরান নিশোর অভিনয় দক্ষতা নতুনভাবে সবার সামনে তুলে ধরেছেন দেশের আলোচিত এই নির্মাতা৷ বিশেষ দিনে সাফায়েত মনসুর রানা’র নাটক বা টেলিফিল্ম নিয়ে দর্শকদের মাঝেও একটা আগ্রহ লক্ষ্য করা যায়। আমার নাম মানুষ, সব মিথ্যা সত্য নয়, এক্স ওয়াই জেড, ফেরার গান, হাতটা দাও না বাড়িয়ে, এওয়ার্ড নাইট, আমরা ফিরবো কবে, উচ্চ মাধ্যমিক পরিবার, শহরে নতুন গান, ফেরার গান, ক্যাফে ৯৯৯, রিভিশন, আমি আকাশ পাঠাবো সহ আরো বেশকিছু নাটক/টেলিফিল্ম সেই আগ্রহ দিন দিন বাড়িয়ে চলছে। গত বছর ‘আমাদের সমাজ বিজ্ঞান’ তার উজ্জ্বল দৃষ্টান্ত। এই টেলিফিল্মের সাবজেক্ট, নির্মানের মুন্সিয়ানা এবং অভিনেতা-অভিনেত্রীদের দক্ষ অভিনয় সবমিলিয়ে সবার কাছ থেকেই ব্যাপক প্রশংসা পেয়েছে।
এই ঈদে অপর্ণা ও ইরফান সাজ্জাদকে নিয়ে সাফায়েত মনসুর রানা নির্মাণ করেছেন ‘প্রেশার কুকার’। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই বাসায় অবস্থান করা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের নানা বিষয় নিয়েই এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প। ট্রেলার রিলিজের পর মেকিং এবং অর্পণা ও ইরফান সাজ্জাদের অভিনয় দক্ষতার ঝলক আলোচনায় এসেছে। ঈদের ২য় দিন রাত ১০.৪০ মিনিটে দীপ্ত টেলিভিশনে প্রচারিত হবে। সাফায়েত মনসুর রানা’র অন্য আরেকটি কাজ হচ্ছে ‘মশাল’। এটি প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ৮.৩০ মিনিটে চ্যানেল ২৪ এ। করোনাকালে এই ভয়ানক রোগে আক্রান্ত হওয়া এবং সেটা থেকে মুক্তি লাভ করা করোনাজয়ী মানুষদের গল্প নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান, ফাখরুল বাশার, সাবেরি হক সহ আরো অনেকে।
কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে বিশ্বাস করা এই নির্মাতার নাটক, টেলিফিল্ম বরাবরই দর্শকমনে আলাদা একটা জায়গা করে নেয়। তার কাজের মধ্য দিয়ে সমাজের নানা বাস্তবতা আমাদের সামনে উঠে আসে নান্দনিকভাবে। প্রতিবারের মতো এবারো তার ভিন্নধর্মী কাজ দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিবে সেকথা বলার অপেক্ষা রাখেনা। শুভ কামনা রইলো দেশের এই গুনী নির্মাতার জন্য।