সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বিপাশা-রোমানা

‘ময়ূরপঙ্খী’ একটি শিশু কিশোর সমাজ কল্যাণ সংস্থা। গতকাল ‘ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুলের’ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বিপাশা কবির ও চিত্রনায়িকা রোমানা নীড়।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা বিপাশা কবির বলেন, ‘ময়ূরপঙ্খীর’ কর্মসূচিতে এসে খুব ভালো লাগছে। বিশেষত ছোট ছোট বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালাম। আমার সাধ্যের মধ্যে যতোটুকু পেরেছি করার চেষ্টা করেছি এবং আশা ভবিষ্যতেও পাশে থাকবো ময়ূরপঙ্খীর। সেই সাথে সমাজের বিত্তবান ব্যক্তিদের ‘ময়ূরপঙ্খী’ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার অনুরোধ করছি।’

এ প্রসঙ্গে চিত্রনায়িকা রোমানা নীড় বলেন, ‘প্রথমেই ধন্যবাদ দিচ্ছি রুহিত সুমনকে যিনি ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা। আমি দারুণ খুশি এরকম সামাজিক কাজে সম্পৃক্ত হতে পেরে। আমি আশা করি ময়ূরপঙ্খী সাথে সবসময় থাকবো।’

রুহিত সুমন সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ‘ময়ূরপঙ্খীর’ ভাইস চেয়ারম্যান সাথী খান, সেক্রেটারি নাভিদ চৌধুরী, সদস্য হারিছ সোহেল ও নারী শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ।

Ad