‘একটি শর্ত আছে’ নাটকে আশিক-হিমি

বিনোদন প্রতিবেদক : এবার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা রাজ রাজ্জাক, আলমগীর ও শাবানাকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘একটি শর্ত আছে’। মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি।

এই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাঁরা দুইজনই এই নাটকটি নিয়ে অনেক আশাবাদী।

এই নাটক প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, ‘নাটকের গল্পটি বেশ মজার। তিনজনের বাবা মায়ের স্বপ্ন তাদের ছেলে বড় হলে নাম রাখবেন রাজ্জাক আর অন্য জনের নাম হবে আলমগীর আর মেয়ে হলে নাম রাখবেন শাবানা। নাটকটি করে অনেক ভালো লেগেছে।’

ছোটবেলা থেকে বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়ক আলমগীরের অভিনয়ে মুগ্ধ আশিক চৌধুরী। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আলমগীর স্যারের অভিনয় দেখে খুব মুগ্ধ। তার অনেক জনপ্রিয় ছবি ভাত দে, মায়ের দোয়া, দোলনা। আর আমাকে যখন বলা হলো আলমগীর সাহেবের চরিত্রটি করতে হবে। তার মতো চুল পোশাক পরতে হবে, তার মতো অভিনয় করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আসলে তার মতো তো সম্ভব না। তবুও আমি চেষ্টা করেছি ছোট ছোট চরিত্রগুলো ফুঁটিয়ে তুলতে। অনেক দিন পরে হিমির সাথে অভিনয় করেছি। এটি হিমির সাথে আমার দ্বিতীয় কাজ।’

জানা গেছে, খুব শীঘ্রই এই নাটকটি নাগরিক টিভিতে প্রচার হবে।

Ad