শুভ জন্মদিন সোনিয়া
সোনিয়া লাজুক। এ প্রজন্মের প্রতিভাবান নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। আজ তার জন্মদিন। এসকে মিডিয়ার পক্ষ থেকে এই মডেলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অনেক শুভ কামনা। আজ এই বিশেষ দিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত তিনি।
সোশ্যাল মিডিয়াতে সোনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এবারের জন্মদিন ঘিরে তেমন কোনো পরিকল্পনা নেই। তিনি ঘরোয়াভাবেই জন্মদিন পালন করেছেন বলে এসকে মিডিয়াকে জানান।
এ প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘এবার ঘরোয়াভাবেই জন্মদিন পালন করেছি। অনেকেই আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন যে আরও ভালো কাজ করতে পারি।’