‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে নিরব-অপু

আফজালুর ফেরদৌস রুমন : দীর্ঘ ১১ বছর পর আবারও বড়পর্দায় জুটি হিসেবে হাজির হচ্ছেন এই সময়ের অন্যতম আলোচিত অভিনেতা নিরব এবং অপু বিশ্বাস। এর আগে ২০০৯ সালে শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’ নামে একটি সিনেমাতে তারা অভিনয় করেছিলেন।

সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’ সিনেমাতে জুটি বাঁধতে চলেছেন তারা। চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে ‘ছায়াবৃক্ষ’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক বন্ধন বিশ্বাস।

‘ছায়াবৃক্ষ’ সিনেমায় একজন চা বাগানের শ্রমিকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন৷ নিরব জানান, ‘পরিচালক বন্ধন বিশ্বাসের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার। গল্পটি যখন প্রথমবার শুনলাম তখনই খুব ভালো লাগে। আর যেহেতু সরকারি অনুদানের সিনেমা তাই এর গল্প ভালো হওয়াটাই স্বাভাবিক। আশাকরি দর্শকদের হতাশ হতে হবেনা।’

অপু বিশ্বাস বলেন, ‘চা শ্রমিকদের গল্প নিয়ে সিনেমাটি নির্মান হচ্ছে। আমার সব সময়ই চেষ্টা ছিল ভালো গল্পে কাজ করার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘ছায়াবৃক্ষ’র গল্পটি চমৎকার। দর্শকেরা নতুন কিছু পেতে যাচ্ছে।’

পরিচালক বন্ধন বিশ্বাস জানান, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে চা শ্রমিকদের বেশির ভাগই পড়াশোনার সুযোগ পায় না। সমাজের অনেক কিছু থেকেই তারা অনেক সময় নানাভাবে বঞ্চিত করা হয়। তাদের অধিকার এবং দাবি আদায় করার জন্য কখনো তারা যদি বিদ্রোহ করে তাহলে তা খুব সহজেই দমন করা হয়। এবং তাদের ত্যাগ আর না পাওয়ার গল্প আমাদের অজানা রয়ে যায়। এমনই এক গল্প নিয়ে ‘ছায়াবৃক্ষ’ নির্মান করা হচ্ছে।’

উল্লেখ্য, অনুপম কথাচিত্রের ব্যানারে আগামী ১লা অক্টোবর থেকে চট্টগ্রামে ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং শুরু হবে। নিরব-অপু ছাড়াও সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু সহ আরো অনেকে।

Ad