চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু আর নেই

না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও নাট্যকার সাদেক বাচ্চু। আজ সোমবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে জ্বরে আক্রান্ত অবস্থায় গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় সাদেক বাচ্চুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার (১২ সেপ্টেম্বর) তার শরীরে করোনা ভাইরাসে সংক্রমণ পজিটিভ আসে এবং ক্রমশ তার শ্বাসকষ্ট বাড়তে থাকে।

এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেদিন রাতেই তাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) তে নেয়া হয়। সেখানে হাসপাতালটির কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে রাখা হয়েছিল তাকে।

উল্লেখ, সাদেক বাচ্চু বাংলা চলচ্চিত্রের অন্যতম খল-অভিনেতা। প্রায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা- সর্বত্র দাপুটে বিচরণ তার। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে।

এরপর থেকে কয়েক’শ ছবিতে খলঅভিনেতা হিসেবে প্রতাপের সঙ্গে কাজ করেছেন। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

Ad