‘অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করতে চাই’

এ প্রজন্মের তরুণ মডেল ও অভিনেতা শাহনেওয়াজ রিফাত। করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ‘ঘরবন্দী’ ছিলেন তিনি। দীর্ঘ সময় পর আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন তিনি।

ইতি মধ্যে শাহনেওয়াজ রিফাত প্রযোজিত তিনটি একক নাটক ঢাকা সহ পুবাইলের বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে। নাটক গুলোতে অভিনয় করেছেন আ খ ম হাসান, শুভ্রত্ব, শিশির, তারিক স্বপন, দিলু, শাহনেওয়াজ রিফাত, মৌরি সেলিম, রিক্তা প্রমুখ। সমসাময়িক বিষয় নিয়ে এসকে মিডিয়ার মুখোমুখি হন তিনি।

অভিনয়ে আসলেন কেন?

রিফাত : আসলে ছোটবেলা থেকে টেলিভিশন দেখতে দেখতে হঠাৎ নিজের কেন জানি অভিনয় করার ইচ্ছা যাগলো। তার পর মায়ের কথায় মায়ের অনুপ্রেরণায় আমি থিয়েটারে ভর্তি হয়। সেখানে অভিনয় শিখতে থাকি। এখন মনে হলো ক্যামেরার সামনে আসার তাই আমার প্রযোজনা দিয়ে শুরু করলাম। এবং আল্লাহ সহায় থাকলে এভাবেই চলতে থাকবে।

আপনার প্রিয় অভিনেতা কে?

রিফাত : হুমায়ন ফরিদি স্যার।

আপনি অবসর সময় কি করতে বেশি পছন্দ করেন?

রিফাত : গল্পের বই পড়ি এবং গল্প লিখতে পছন্দ করি।

অভিনয় করে কি হতে চান?

রিফাত : আমি আমার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করতে চাই এবং সাফল্যের চুড়ায় নিজেকে দাড় করাতে চাই।

Ad