করোনা’র মাঝেই নতুন সিনেমার শুটিং করলেন জয়া আহসান

আফজালুর ফেরদৌস রুমন : দুই বাংলার জনপ্রিয় এবং নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তার অসাধারন অভিনয় দক্ষতা, সৌন্দর্য্য, ব্যক্তিত্ব, এবং অভিনয়ের জন্য ভিন্নধর্মী সাবজেক্ট বাছাই সব মিলিয়ে তাকে ঢাকা এবং কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

করোনা পরিস্থিতিতে ঘরে বসেই অভিনয় করেছেন নাম ঠিক না হওয়া একটি ফিচার ফিল্মে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সিনেমার শ্যুটিংয়ের সময়কার এবং সিনেমার কিছু দৃশ্যের কয়েকটি স্থিরচিত্র গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি নিজেই।

নিজের লেখা পোষ্টে জয়া লিখেছেন- ‘প্যানডেমিক এর মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শংকায় দিনগুলো কাটাচ্ছিলাম, পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলি।’
তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানাকারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো! ‘প্যানডেমিক এর মধ্যে একটা ছবি শ্যুট করবো তার উত্তেজনাটাই আসল। এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, চলেন করে ফেলি।’

আর এভাবেই নাম ঠিক না হওয়া সিনেমায় কাজ শুরু করলেন জয়া। তিনি আরও জানান, মাত্র পনের দিনে শুটিং শেষ করেছি। এত অল্প সময়ে একটি সিনেমা কাজ শেষ করা যায় সেটা যেমন জানা ছিলো না তেমনি হাতেগোনা অল্প কয়জন মানুষ নিয়ে একটি ইউনিটের সাথে কাজের দারুণ অভিজ্ঞতা হলো তার।

উল্লেখ্য, এটি নির্মাতা পিপলু আর খানের পরিচালিত দ্বিতীয় সিনেমা। এর আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘হাসিনা- এ ডটারস টেল’ নামক ডকুড্রামা নির্মান করেছেন তিনি। জয়া আহসান কে নিয়ে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক পিপলু আর খান ও নুসরাত মাটি। এটি প্রযোজনা করছে অ্যাপলবক্স ফিল্মস, বক্স অফিস মাল্টিমিডিয়া ও জয়ার নিজস্ব প্রোডাকশন হাইজ সি তে সিনেমা।

জয়া লিখেছেন৷ যে, ছবি অনেক সময় ছবি হয়ে উঠে, বানাতে হয় না!- সম্ভবত এটা এমন একটা প্রজেক্ট। আশায় থাকলাম কী করলাম সেটা দেখার জন্য! আমরাও আগ্রহ আর আশা নিয়ে অপেক্ষায় রইলাম করোনাকালীন সময়ে ঝুকি নিয়ে জীবনের গল্প বলার প্রত্যয় নিয়ে নির্মান করা জয়া আহসানের নতুন সিনেমার জন্য৷

Ad