জনপ্রিয় হয়ে উঠেছে মটোরোলার তিন মডেলের ভার্ভবাডস
প্রযুক্তি ডেস্ক, এসকে মিডিয়া বিডি ডটকম : আমাদের দেশে নস্টালজিক ব্র্যান্ড হিসেবে সুপরিচিত ‘মটোরোলা’। সম্প্রতি ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে বেশ কয়েক ধরনের অডিও লাইফ স্টাইল পণ্য নিয়ে এসেছে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। ক্রেতাদের প্রত্যাশিত মান এবং ক্রয়ক্ষমতার মধ্যে সামঞ্জস্য রেখে মটোরোলা এখন অডিও লাইফ স্টাইল পণ্যে বেশি মনোযোগী হয়েছে।
এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তির তিন মডেলের ভার্ভবাডস। এগুলো হলো ভার্ভবাডস-১০০, ভার্ভবাডস-৩০০ এবং ভার্ভবাডস-৪০০। এসব ভার্ভবাডসে ব্লুটুথের সর্বশেষ ভার্সন ৫ ব্যবহার করা হয়েছে, যা ১০ মিটার রেঞ্জের মধ্যে দারুণ শব্দ শোনাতে পারে। পানিরোধী হওয়ায় ঘাম বা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কোনো ধরনের ঝুঁকি ছাড়া ব্যবহার করা যাবে।
ডিভাইসে টাচ করেই কল ও মিউজিক কন্ট্রোল করা সম্ভব, যা মনোব্লুটুথ হেডসেট হিসেবেও ব্যবহার করা যাবে। এছাড়া ডিভাইসগুলোয় থাকছে স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা হাবল কানেক্টর মাধ্যমে আমাজন অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরি ব্যবহার করে মিউজিক, ম্যাপস ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে।
ক্রেতাদের ভিন্ন ভিন্ন চাহিদার কথা চিন্তা করে তিনটি মডেলের ভার্ভবাডস এখন বাজারে পাওয়া যাচ্ছে। এরমধ্যে ভার্ভবাডস-১০০ ডিভাইসটিতে কম শক্তি ব্যবহারের কারণে একবার পূর্ণ চার্জে ১৪ ঘণ্টা ব্যবহার করা যাবে। যার বর্তমানে বাজারমূল্য ৩ হাজার ৯৯৯ টাকা।
ভার্ভবাডস-৩০০ ডিভাইসটি পেনসিল সাইজের আকর্ষণীয় প্রিমিয়াম মেটালিক-ম্যাগনেটিক কেস ব্যবহার করা হয়েছে। এটি একবার ফুলচার্জে সর্বোচ্চ ১০ ঘণ্টা ব্যবহার করা যায়। যার বর্তমান বাজারমূল্য ৫ হাজার ২৯৯ টাকা।
আবার ভার্ভবাডস-৪০০ ডিভাইসটিতে আকর্ষণীয় ক্যাপসুল সাইজের প্রিমিয়াম কেস ব্যবহার করা হয়েছে। বাডসটি একবার ফুলচার্জে সর্বোচ্চ ১২ ঘণ্টা চলবে। যার বর্তমান বাজারমূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।