নতুন ওয়েব সিরিজে শিমুল খান

আফজালুর ফেরদৌস রুমন : ঢাকাই চলচ্চিত্রে এই সময়ের খলঅভিনেতা হিসেবে অন্যতম আলোচিত এবং জনপ্রিয় একটি নাম শিমুল খান। অভিনয়ে ব্যস্ত হবার আগে নিয়মিত গল্প এবং কবিতা লিখতেন শিমুল খান। তবে সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যমে কাজের অফার পেয়ে তা লুফে নিয়েছিলেন তিনি।

এরই ধারাবাহিকতায় একে একে দেহরক্ষী, মোস্ট ওয়েলকাম-২, দেশা-দ্যা লিডার, মুসাফির, হিরো ৪২০, কিছু আশা কিছু ভালবাসা, বিজলী এবং জান্নাত এর মতো আলোচিত সিনেমায় তার অভিনয় প্রশংসা পেয়েছে। ভিলেন হিসেবে প্রায় অর্ধশতাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি তার সাত বছরের ক্যারিয়ারে। তবে এবার তার ক্যারিয়ারের অন্যতম সংযোজন হতে যাচ্ছে দেশীয় ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে।

সাম্প্রতিক সময়ে বদলে যাওয়া বিনোদনের নতুন মাধ্যম এখন ওটিটি প্ল্যাটফর্ম। বিশেষ করে করোনা পরিস্থিতিতে লকডাউনে বাসায় থাকাকালীন সময়ে এই ওটিটি প্ল্যাটফর্ম আমাদের বিনোদনের খোরাক যুগিয়েছে। নেটফ্লিক্স, আমাজন, ডিজনি হটস্টার বা হইচই এখন খুব জনপ্রিয় মাধ্যম হিসেবে আমাদের বিনোদনের জায়গা হিসেবে স্থান করে নিয়েছে।

সারাবিশ্বে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম এখন আমাদের দেশেও বিনোদনের নতুন সম্ভাবনা হিসেবে গন্য করা হচ্ছে। বঙ্গ বা বিঞ্জ সহ আরো বেশকটি ওটিটি প্ল্যাটফর্ম বিনোদনের পসরা নিয়ে দর্শকের অপেক্ষায়। সম্প্রতি নতুন ওয়েব প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য ‘মরীচিকা’ নামের একটি ওয়েব সিরিজ বানাচ্ছেন টেলিভিশনের অন্যতম শীর্ষ ও গুনী নির্মাতা শিহাব শাহীন।

কনটেন্ট এবং শিল্পী ঘোষনার পরেই দর্শকদের মধ্যে এই ওয়েব সিরিজ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে৷ আলোচিত এই ওয়েব সিরিজেরই অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছেন শিমুল খান।

এর আগে কলকাতার একটি ওয়েব সিরিজে কাজ করলেও এবার প্রথমবারের মতো দেশীয় ওয়েব সিরিজে দেখা দেবেন এই শক্তিশালী অভিনেতা। গত বছরের নভেম্বরে জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম হৈচৈ এর জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘একেন বাবু’র তৃতীয় কিস্তি ‘একেন বাবু ও ঢাকা রহস্য’তে জাহিদ খান চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

একটি সাক্ষাৎকারে ‘মরীচিকা’ সিরিজে অভিনয় করা নিয়ে কাজটি সম্পর্কে শিমুল খান জানিয়েছেন- শিহাব শাহীন অনেক আগে থেকেই আমার খুব প্রিয় একজন মানুষ এবং নির্মাতা। উনি নিজে ফোন করে আমায় ‘জুম্মন’ নামক খুবই রহস্যে ঘেরা একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়ায় প্রথমবারের মতো দেশের কোনো ওয়েব সিরিজে অভিনয় করছি। একজন নির্মাতাই পারেন পর্দায় যে কোনো যাদু দেখাতে। তাছাড়া উনার নির্মাণের প্রতি আমার বরাবরই আস্থা আছে। আমি বিশ্বাস করি শিহাব শাহীন ভাই পর্দায় আমাকে অন্য অনেকের মতো মিস ইউজ না করে সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন।

উল্লেখ্য ১৮ বছর আগে এক মডেল হত্যার কাহিনি নিয়ে নির্মিতব্য এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন আফরান নিশো, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, ফারজানা রিক্তা, জোভান আহমেদ, নাজনীন হাসান চুমকি, শিমূল খান, একে আজাদ সেতু, আব্দুল্লাহ রানা, নরেশ ভূইয়া প্রমূখ।

বর্তমানে ঢাকা ও ঢাকার আশেপাশে পুরোদমে এই সিরিজটির শুটিং চলছে এবং ইতোমধ্যে সিরিজটির অর্ধেকের বেশি কাজের চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছুদিন আগে শ্যুটিং চলাকালীন সময়ের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে এই সিরিজটি নিয়ে আগ্রহ আরো বেড়ে যায়। এতো গুনী এবং দক্ষ শিল্পীদের সমন্বয়ে একটি মানসম্মত দেশীয় ওয়েব সিরিজ দেখতে যাচ্ছি আমরা তা বলার অপেক্ষা রাখেনা।

Ad