‘এই ইন্ডাস্ট্রির অবহেলা আমাকে ইভান মনোয়ার বানিয়েছে’

সম্প্রতি সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব অরিজিনাল ‘আঙুল’। সেলিব্রেটি প্রোডাকশনের এন্টারটেইনমেন্ট অ্যাপ আই থিয়েটারে স্টিমিং হবে কনটেন্টটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এভ্রিল, রিও, রাইসা সহ আরও অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘অনেকদিন পর একটা গল্প বলে আরাম পেলাম। ‘আঙুল’ শুধু গল্প নয় একটা প্রতিবাদও,বেশি কিছু বলছি না দর্শক অ্যাপটি সাবস্ক্রাইব করে দেখে নিবে।আশাকরি দর্শকেরও ভালো লাগবে কনটেন্টটি।’

পরবর্তী কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যথার শহর’, ‘ডেভিড’, ‘থারটিন’ নামে তিনটি অরিজিনাল সিরিজ করছি। আর এক মিনিট দৈর্ঘ্য’র সাতটা ছবি করছি। ১ মিনিটের ছবি প্রজেক্টটা বেশ এক্সপেরিমেন্টাল। গল্প গুলো দর্শককে খুবই টানবে।’

গল্প সাতটি হচ্ছে সাতজনের বায়োপিক, ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলস, মেরিলিন মনরো, বনলতা সেন, ভিক্টোরিয়া ওকাম্পো, ব্রিজিত বার্দো, সুচিএা সেন, চিএাংগদা।

দর্শক ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে নির্মাতাদের জন্য যা খুবই আনন্দের। নির্মাতারা হৈচৈ, নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও’র সাথে পাল্লা দিয়ে নতুন নতুন কনটেন্ট নির্মান করবেন এটাই চাওয়া।

Ad