নগদে বিল দিতে পারবে হোলসেল ক্লাবের ক্রেতারা

নিউজ ডেস্ক : বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এবার তাদের সঙ্গে যুক্ত হলো দেশের সর্ববৃহৎ একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাব। জানা গেছে, এ চুক্তির ফলে হোলসেল ক্লাবের ক্রেতারা নগদের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।

গত মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের মধ্যে যমুনা গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। হোলসেল ক্লাবের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সারিয়াত তাসরীন সোনিয়া এবং নগদ-এর পক্ষে চিফ সেলস অফিসার শেখ আমিনুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক এসএম আবদুল ওয়াদুদ, হোলসেল ক্লাবের মার্কেটিং ম্যানেজার মো. আবদুল মতিন তারেক, বিজনেস ডেভেলপমেন্টের আনিকা হোসেন, আবিদ মাহবুব, নগদ-এর পক্ষে ছিলেন সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, ফয়সাল মাহমুদ, সাইফ রেজা খান প্রমুখ।

উল্লেখ, হোলসেল ক্লাব মূলত দেশি-বিদেশি পণ্য নিয়ে কাজ করে। বিশ্ব মানসম্পন্ন খাবার সামগ্রী, কসমেটিকস, ইলেকট্রনিক্স সামগ্রী, ক্রোকারিজসহ অন্যান্য হোমওয়্যার রয়েছে তাদের বিক্রির তালিকায়।

Ad