সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাকে সোশ্যাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ

 

নিউজ ডেস্ক : নভেল করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম-২০২০- এর আওতায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব কাজী ওসমান আলী, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা- এর নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম এর হাতে সম্প্রতি ৫ কোটি টাকা বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু নাসের চৌধুরী, জনাব মোঃ সিরাজুল হক এবং জনাব মোঃ সামছুল হক, কোম্পানি সচিব জনাব আব্দুল হান্নান খান এসএমই এন্ড এগ্রিকালচারাল ফিন্যান্স বিভাগের প্রধান জনাব সাদাত আহমেদ খান, মাইজদী শাখার ব্যবস্থাপক জনাব মুহাম্মদ আব্দুস শহিদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগের চেক হস্তান্তরকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী ওসমান আলী বলেন, ‘এই স্কীমের মাধ্যমে নোয়াখালী অঞ্চলের নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীগণ উপকৃত হবেন। তিনি এই স্কীমের সফলতা কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।’

অনুষ্ঠানে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা- এর নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘এই স্কীমের অধীনে প্রকৃত ও কাঙ্খিত জনগোষ্ঠীর মধ্যে বিনিয়োগ বিতরণ সহ বাংলাদেশ ব্যাংকের এফআইডি সার্কুলার- ১ -এর অন্যান্য শর্তাবলীও যথাযথ ভাবে পরিপালন করা হবে।’

সূত্র : সোশ্যাল ইসলামী ব্যাংক

Ad