শুরুতেই বাজিমাত করলেন হুমায়রা সুবাহ

বিনোদন প্রতিবেদক : মাত্র কয়েক দিনেই বদলে গেছে শাহ হুমায়রা সুবাহ জীবন। চেনা জগৎ ছেড়ে ব্যস্ত হয়েছেন লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায়। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আরও নতুন দুইটি চলচ্চিত্রে। এগুলো হলো- মান্নান গাজিপুরীর ‘মন বসেছে পড়ার টেবিলে’ ও জয় সরকারের ‘মতি বানু’।

নতুন দুই ছবি নিয়ে সুবাহ বলেন, ‘আমি সৌভাগ্যবান কারণ শুরুতেই এতোগুলো ছবি পাবো; কল্পনাও করতে পারিনি। এরই মধ্যে আমার তিনটি ছবির কাজ শেষ হয়েছে। করোনা না থাকলে হয়তো এর সংখ্যা আরও বাড়তো। নতুন ছবি দুটির গল্প চমৎকার। চরিত্র পছন্দ হয়েছে বলেই কাজ দুটি করছি। আশা করি, ভালো কিছু দর্শককে উপহার দিতে পারবো।’

জানা গেছে, চলতি মাসেই মান্নান গাজিপুরীর ‘মন বসেছে পড়ার টেবিলে’ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর জয় সরকারের ‘মতি বানু’ মহরতের মাধ্যমে জানুয়ারিতে শুটিং শুরু হবে।

এদিকে, হুমায়রা সুবাহ অভিনীত তিনটি চলচ্চিত্র শেষে পথে রয়েছে। এগুলো হলো- রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’, মোহাম্মদ আসলামের ‘বদলা’ ও ‘সমাধান’। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে সুবাহ অভিনীত ও দেওয়ান নাজমুল পরিচালিত চলচ্চিত্র ‘তোরে কত ভালোবাসি’।

Ad