শিশুশিল্পী আপনের নতুন রেকর্ড

বিনোদন প্রতিবেদক : এ সময়ের শ্রোতাপ্রিয় শিশুশিল্পী আপন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তিনি। তারপর বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ‘হবে হবেই জয়’ নামের একটি গান করেন তিনি। গানটি দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যায়।

নতুন খবর হচ্ছে, আপনের ইউটিউব চ্যানেলটি সম্প্রতি এক লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই চ্যানেলটিতে আপনের গাওয়া মৌলিক গান রয়েছে ৪০টি।

এর মধ্যে ‘বঙ্গবন্ধু তুমি জাতির পিতা’, ‘এগিয়ে চল বাংলাদেশ’, ‘ও শেখ রাসেল’, ‘আজ আমাদের জাতির পিতার শুভ জন্মদিন’, ‘মাশরাফি তুমি মাশরাফি’, ‘গর্জে উঠো গর্জে উঠো ঢাকা ডাইনামাইট’, ‘মা’ প্রভৃতি। এর মধ্যে ‘মা’ গানটির ভিউ প্রায় ১ কোটি।

এ প্রসঙ্গে শিশুশিল্পী আপন বলে, ‘দর্শক শ্রোতাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। সবার কাছে আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসা নিয়ে আগামীতে আরো ভালো ভালো গান উপহার দিতে চাই।’

উল্লেখ, আপনের প্রথম অ্যালবাম ‘ছোট্ট আমি হতে পারি’ ২০১৭ সালে সিডি প্লাস থেকে প্রকাশিত হয়। আপনের প্রথম গানটির ভিডিও পরিচালনা করেন বোরহান।

দ্বিতীয় গানটি পরিচালনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু। ‘বাবা তোমায় মিস করবো’ শিরোনামের গানের কথা লিখেছেন ইলা জাহান নদী। এ গান নিয়ে নির্মিত ভিডিও পরিচালনা করেছেন তিনি।

Ad