ইউটিউবে জিলানী-ঈষিকার ‘চরম সত্য’

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চরম সত্য’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা তানভীর অভি। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আরেফিন জিলানী ও ঈষিকা। এরই মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ‘স্প্ল্যাশ’ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

এ প্রসঙ্গে আরেফিন জিলানী বলেন, ‘এই গল্প নিয়ে কাজ করতে গিয়ে মনে হয়েছে যেন আমি সামাজিক দায়িত্ব পালন করছি, কোন চলচ্চিত্রে অভিনয় করছি না। ধর্ষন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবারই সোচ্চার হতে হবে, মানবিক দৃষ্টিভঙ্গিতে তাকাতে হবে, নির্যাতিতাদের ভেতর থেকে নিগৃহীতা মনোভাব বের করে নিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘চরম সত্য নিয়ে কাজ করে তার কিছুটা হলেও চেষ্টা করেছি। গল্পটির মাধ্যমে ধর্ষিতার প্রতি নিজের অজান্তে প্রচলিত ঘেন্নার যে হিংস্র নিয়ম মেনে চলা হয় সেটা ভাঙতে চাওয়া হয়েছে, সেই তথ্য মানুষের কাছে পৌছে দিতে চেষ্টা করা হয়েছে।’

এ প্রসঙ্গে ঈষিকা বলেন, ‘এটি করার আগ্রহ পোষন করেছি মূলত গল্পটার জন্য। এমন অনেক অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি আমাদের হতে হয় আর সেগুলোকে আমরা সংকোচ, সামাজিক লোকলজ্জার ভয়ে চেপে থাকি, অথচ যেগুলো উন্মোচন করা উচিৎ, অন্যদের সহযোগিতা এবং সোচ্চার হওয়া উচিৎ।’

তিনি আরও বলেন, ‘আর এই চরম সত্যগুলোকে উন্মোচন করার সাহসিকতা নিয়েই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। অভিনয় আসলে অভিনয় নয় বাস্তবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

Ad