শেষের পথে ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২১’

শাকিলুর রহমান : করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে চলছে ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২১’ প্রতিযোগিতার কার্যক্রম। তৃতীয়বারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের মতো এটি যৌথভাবে আয়োজন করেছেন ফ্যাশন ডিজাইনার ওয়ালিউদ্দিন আহমেদ ও জনপ্রিয় র‍্যাম্প মডেল-কোরিওগ্রাফার সৈয়দ রুমা।

করোনার কারণে এ বছর ঢাকার বাইরে গিয়ে অডিশন নেওয়া সম্ভব হয়নি। এজন্য ঢাকায় সরাসরি অডিশন ও অনলাইন অডিশনের মাধ্যমে প্রতিযোগী বাছাই করা হয়। এরপর শুরু হয় তাদের গ্রুমিং সেশন। প্রি-ফাইনাল ধাপ পেরিয়ে এখন ১৪ জন প্রতিযোগী টিকে আছেন। এর মধ্যে সাতজন ছেলে ও সাতজন মেয়ে।

জানা গেছে, খুব শিগগিরই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল রাউন্ড। এখনে টিকে থাকবে সেরা ১০ জন। এর মধ্যে পাচঁজন ছেলে ও পাচঁজন মেয়ে।

প্রি-ফাইনাল বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় র‌্যাম্প মডেল কোরিওগ্রাফার ও ট্রেনার বুলবুল টুম্পা, অভিনেতা মৃদুল হাসান হৃদয়, হোস্ট ও অভিনেতা ইমতু রাতিশ, সালমা সরোয়ার কবিতা, শাওন। জানা যায়, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্বে বিচারকদের তালিকায় থাকবে চমক।

এ প্রসঙ্গে ওয়ালিউদ্দিন আহমেদ বলেন, ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক হচ্ছে নতুনদের জন্য একটা প্লাটফর্ম। থ্রি টাইম আয়োজন হচ্ছে। এখন আছে টপ চৌদ্দ জন। এর থেকে বাচাই করে টপ দশকে আমরা ফাইনালে নিবো। এখানে যারা গ্রুমিং করছে সবাই খুব ভাল একটা গ্রুমিং করতে পারছে।’

তিনি আরও বলেন, ‘যারা কিনা মিডিয়াতে কাজ করার জন্য সব রকম টেকনিক গুলা সম্পর্ক বেসিক ধারণা দিচ্ছে। র‌্যাম্পওয়া, ফটোশুট,  পোচ, ড্যান্স।কীভাবে নিজেকে উপস্থাপনা করতে হয় এই জিনিস গুলো শেখানো হচ্ছে।’

এছাড়া মিষ্টার অ্যান্ড মিস ফটোজেনিক নিয়ে বুলবুল টুম্পা বলেন, ‘প্রতি বছর নতুনদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম করে দেবার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ালিকে। কারণ নতুন মুখদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম দেবার জন্যও একটা সাহস লাগে৷ তাই মিডিয়াতে কাজ করার আগে শেখানো বা উৎসাহ দেয়াটা অনেক বড় বিষয়। আমাদের সবার উচিত এই উদ্যোগটার সাথে থাকার এবং সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা দেবার।’

মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক নিয়ে অভিনেতা ইমতু রাতিশ বলেন, ‘মিডিয়াতে নতুন মডেল আসা এবং তাদের তৈরি করে নিয়ে আসা এটা খুবই ভালো একটি উদ্যোগ। তাই আমি ধন্যবাদ জানাতে চাই ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’ এর আয়োজকদের ও সংশ্লিষ্ট সকলকে এরকম সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেবার জন্য।’

এ প্রসঙ্গে অভিনেতা মৃদুল হাসান হৃদয় বলেন, ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক আসলে একটা প্লাটফর্ম। যে প্লাটফর্মে একজন কনটেস্টেটেন্ট বা আর্টিস্টকে নরমাল অডিয়ান্সের সাথে কন্টাক্ট করে। এবং ওই পার্টিকুলার আর্টিস্ট এই প্লাটফর্ম থেকে এমন কিছু শিখতে ও জানতে পারে। যা তাকে ভবিষ্যতে অনেক হেল্প করে। তাই এটা আমার জন্য একটা প্লাটফর্ম। যা আমাকে পরবর্তীতে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।’

এই অনুষ্ঠানে ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত আছে এসকে মিডিয়া বিডি ডটকম এছাড়াও এসকে মিডিয়ার ফেসবুকে পেইজে সকল আপডেট পাওয়া যাবে।

Ad