হয়ে গেল বাইকার্স গ্রুপের মিলনমেলা
নিউজ ডেস্ক : গত ২৬ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো বাংলাদেশী বিভিন্ন বাইকার্স গ্রুপের মিলনমেলা। ট্যুর ৩৬৫ বি.ডি. ফ্যামিলি বাইকার গ্রুপের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই প্রথম বাংলাদেশের ৬৪ জেলার বাইকারদের নিয়ে বিশাল অনুষ্ঠান হয়ে গেল।
মীরপুর এম.ডি.সি. ইন্সটিটিউট স্কুলের মাঠে সকল বাইকার্সদের সেফটি গার্ড ও ট্রাফিক আইন মানার বিষয়ে এক বৃহৎ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক ছিল ফ্যামিলি বাইকার গ্রুপ ও ঢাকার অন্যান্য বাইকার গ্রুপ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন মোল্ল্যা, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক মীরপুর ট্রাফিক ডিভিসনের ডিপুটি পুলিশ কমিশনার জনাব জসিমউদদীন মোল্লা।
আরও উপস্থিত ছিলেন এম.ডি.সি. মডেল ঈইন্সটিটিউটের সভাপতি জনাব আজহারুল ইসলাম বিপ্লব মোল্লা, ট্রাফিক মীরপুর ট্রাফিক ডিভিসনের এডিশনাল ডিপুটি পুলিশ কমিশনার জনাব মোঃ সোহেল রানা, প্ললবী থানার অফিস ইন চার্জ- জনাব কাজী ওয়াজেদ আলী সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান উদ্দোক্তা জনাব আসাদুজ্জামান রাজ বলেন, ‘বাংলাদেশের ৬৪ জেলার বাইকার্সদের একত্রিত করতে পেরে গর্বিত ও সকলের প্রতি কৃতজ্ঞ। সকল গ্রুপের সহোযোগিতায় তিনি আজ এতো বড় মিলনমেলার আয়োজন করতে পেরেছেন, তাই দেশের বিভিন্ন প্রান্তের বাইকারদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও গভীর ভালোবাসা জানিয়েছেন।
পরবর্তীতে সকলের সদিচ্ছা থাকলে আরো অনেক বড় প্রোগ্রাম করার ইচ্ছে জানিয়েছেন। বিশেষ করে যারা অনুষ্ঠানে আর্থিক সহোযোগিতা করেছেন এবং সেচ্ছাসেবক ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন।
সেই সাথে সকলকে হেলমেট, সেফটি গার্ড ও ট্রাফিক আইন মানার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সাংসদ সবাইকে নিজ কন্ঠে গান শুনিয়েছেন। এছাড়াও ফুটবল নিয়ে মজার খেলা খেলা, গান ও বাইকারদের ডি.জে. ড্যান্স ছিল।
অনুষ্ঠানে বিভিন্ন স্টল ছিলো সব মিলিয়ে দেশে এই প্রথম বাইকারদের এতো বড় মিলন মেলাতে সবাই উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত।