স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন চিত্রনায়িকা শাহনূর

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন চিত্রনায়িকা শাহনূর। নাম ‘একটি বাংলাদেশ’।

জানা গেছে, এরই মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিংও শেষ হয়েছে। এটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে অনেক আশাবাদী শাহনূর।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা শাহনূর বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছে ছিল নাটক নির্মাণ করার, কিন্তু সব মিলিয়ে আসলে ব্যাটে বলে হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত এমন একটি কাজ নির্দেশনা দিলাম যার মূল ভিত্তি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

তিনি আরও বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প ভাবনা অনেক আগেই আমার মাথায় এসেছিল। আশা করি, শিশুদের জন্য নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।’

এদিকে, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। নাম ‘বঙ্গবন্ধু দ্যা গ্রেট লিডার’। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা তাজু কামরুল।

Ad