সফল নারী উদ্যোক্তা শিল্পী আক্তার

ফিচার ডেস্ক : বর্তমানে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তারা তাদের নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর কয়েক দশক আগেও কর্মক্ষেত্রে নারীদের পদচারণা চোখে পড়ার মতো ছিলো না। কিন্তু এখন নারীরা ঘরে বাইরে সব পেশায় নিজেদের নিয়োজিত করছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। অনলাইন ব্যবসায়ের প্রবর্তনের ফলে নারীরা আরো বেশি পরিমাণে সফল উদ্যোক্তায় পরিণত হচ্ছে।

তেমনি একজন সফল নারী উদ্যোক্তা শিল্পী আক্তার। এমবিএ পাশ করার পর কিছুদিন চাকুরী করেছিলেন। বর্তমানে তিনি ‘আমার বাজার লিমিটেড’ নামের একটি ই-কমার্স প্লাটফর্মে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এছাড়াও নিজ উদ্যোগে আরও কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

জানা গেছে, বর্তমানে ১০০ টির বেশি বাংলাদেশের সুনামধন্য ব্র্যান্ড ও কোম্পানির ই-ডিলারশিপ নিয়েছে ‘আমার বাজার লিমিটেড’। এই ই-কমার্স প্লাটফর্মে লাখ লাখ তরুণ-তরুণী তাদের নিজেদের যোগ্যতায়, তাদের নিত্যপ্রয়োজনীয় পছন্দের পণ্য বিক্রয়ের মাধ্যমে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। অনেক নতুন উদ্যোক্তার সুযোগ সৃষ্টি করছে এই প্রতিষ্ঠান।

‘আমার বাজার’ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কী? জানতে চাইলে নারী উদ্যোক্তা শিল্পী আক্তার বলেন, ‘বাংলাদেশের এখনো গুটিকয়েক মানুষ ই-কমার্স সম্পর্কে জানে। ‘আমার বাজার’ এর মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক লেভেল থেকে ই-কমার্স সম্পর্কে জানবে এবং তাদের প্রয়োজনীয় পণ্য কিনে; তাদের চাকরি বা অন্য ব্যবসার পাশাপাশি এখানেও তাঁরা ব্যবসার সুবিধা পাবে। তারাই নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অনেক লোক স্বল্প আয় করেন। এখনো অনেক তরুণ-তরুণী বেকার আছেন; তাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন বাংলাদেশের মানুষকে নিয়ে দেখেছেন। একজন নারী উদ্যোক্তা হিসাবে তার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই।’

Ad