পিছিয়ে গেল শাকিব-বুবলীর সিনেমার শুটিং

বিনোদন প্রতিবেদক : করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে দেশে। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। অনেকেই শুটিং বন্ধ করে ঘরমুখী হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) থেকে ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব-বুবলী জুটির ১১তম সিনেমা ‘লিডার-আমিই বাংলাদেশ’-এর শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হচ্ছে না।

এছাড়াও সিনেমাটির পরিচালক তপু খানের শাশুড়ি গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রয়াত শাশুড়ি এই নির্মাতার বাসায়ই ছিলেন।

একদিকে মৃত্যু অন্য দিকে লকডাউন, আর তাই শাকিব খান ও তপু খান বুধবার থেকে শুটিং শুরু না করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিংয়ে যাবেন তারা।

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা ও শিল্পীদের চুক্তিসই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দিন প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে শাকিব খান, শবনম বুবলী ও তপু খানের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ সময় পর বুবলী প্রকাশ্যে আসেন।

শাকিব-বুবলী জুটির মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ সিনেমাটি। আসছে ঈদে এটি মুক্তির কথা রয়েছে।

Ad