চাঁদপুরের প্রথম নারী উদ্যোক্তা কানিজ ফাতেমা

ফিচার ডেস্ক : চাঁদপুরের প্রথম নারী উদ্যোক্তা কানিজ ফাতেমা। তিনি ২০০৮ সালে ই-কমার্স ব্যাবসায় ডিভাস স্টাইল দিয়ে তার উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু করেন। তিনি নিজে একজন সফল উদ্যোক্তা আবার নিজের মত করে আরও উদ্যোক্তা তৈরীর জন্যও কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। ছোটবেলা থেকেই ছবি আঁকতেন। বেশকিছু জাতীয় পুরস্কারও পেয়েছেন ছোটবেলায়।

নিজের ড্রেসের ডিজাইনও নিজে করতেন। সেই থেকেই শুরু। নিজের ডিজাইন করা ড্রেস পড়তে দেখে বন্ধুরাও বলতেন তাদের ড্রেসের ডিজাইন করে দেয়ার জন্য। আশে-পাশের মানুষ দেখেও পছন্দ করে। সেই থেকেই তার পথচলা শুরু।

মূলত, শখ থেকে শুরু, তখন থেকেই তাঁর উদ্যোক্তা বনে যাওয়া। ভার্সিটিতে পড়াকালীন কানিজ ফাতেমা বন্ধুদের উৎসাহে ডিভাস নামে একটা প্রতিষ্ঠানের সূচনা করেন। তখন ২০০৮ সাল অনলাইনের স্বর্ণযুগ না হলেও তিনি অনলাইনে এত বেশী সাড়া পেয়েছিলেন যে আর পিঁচনে ফিরে তাকাতে হয়নি। কানিজ ফাতেমাই চাঁদপুরের প্রথম নারী উদ্যোক্তা।

নিজের মত অন্য মেয়েদেরকেও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মেয়েদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য কাজ করছেন। নতুন উদ্যোক্তাদের প্রোডাক্টের চাহিদা বৃদ্ধির জন্যও তিনি প্রচেষ্টা চালাচ্ছেন।

কানিজ ফাতেমা কিন্তু একজন প্রকৌশলী। তা স্বত্বেও তিনি স্কুল জীবনে সখের বসে বেছে নেয়া পেশাকেই আঁকড়ে রাখেন নিজের কাজকে ভালোবাসেন তাই। কারন তাঁর যে রং এর প্রতি একটা দূর্বলতা আছেই। কানিজ ফাতেমা প্রিয়ার জন্ম ১৯৮৮ সালের ১৫ জানুয়ারি।

তিনি ২০০৪ সালে চাঁদপুরের মাতৃপিঠ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬ সালে পুরান বাজার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তাঁর পিতা মোস্তফা কামাল চাঁদপুরের একজন ইন্ডাস্ট্রিয়াল, মাতা আমিনা কামাল। স্বামী মঞ্জুরুল ইসলাম সুমন গিটারিস্ট। এক ছেলে এক মেয়ের মা তিনি।

সফল উদ্যোক্তা হিসেবে তিনি ২০১৯ সালে আইসিটি মন্ত্রণালয় প্রদত্ত উইতারা অ্যাওয়ার্ড লাভ করেন। কানিজ ফাতেমা গাণ করেন। ছোটবেলায় তিনি গাণ গেয়েও অনেক পুরস্কার অর্জন করেন। বর্তমানে নিজের পাশাপাশি নারীদের নিয়ে কাজ করছেন। তার অরগানাইজেশন আরট অফ ডিভা নিয়ে। তাঁর স্বপ্ন উদোক্তাদের আরও ভালোভাবে সাপোর্ট দেওয়া, উদ্যোক্তা তৈরীর বিশাল ক্ষেত্র তৈরী করা।

Ad