শতবর্ষে সত্যজিৎ রায়

বিনোদন প্রতিবেদক : বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। তিনি একাধারে চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক, লেখক; এমন অসংখ্য উপমা রয়েছে তার নামে। আজ এই কিংবদন্তি জন্মের শতবর্ষে পা দিলেন। তিনি এমনই এক উজ্জ্বল নক্ষত্র যিনি বাংলা চলচ্চিত্র তো বটেই এমনকি পুরো উপমহাদেশের চলচ্চিত্রকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলেন।

১৯২১ সালের ২ মে কলকাতা শহরের খ্যাতনামা রায় পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মূলত বিজ্ঞাপন সংস্থায় কাজের মধ্যে দিয়েই শুরু তার কর্মজীবন। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের উপন্যাস ‘পথের পাঁচালি’ তাকে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি এনে দেয়। ‘চারুলতা’, ‘আগন্তুক’, ‘নায়ক’-এর মতন দুর্দান্ত সিনেমাগুলো তারই সৃষ্টি।

শুধু চলচ্চিত্র অঙ্গনেই নয়, বিচরণ ছিল সাহিত্য জগতেও। লেখক হিসেবে গোয়েন্দা চরিত্র ফেলুদা ও বিজ্ঞানী প্রফেসর শঙ্কু তার অনবদ্য সৃষ্টি। বর্ণময় জীবনে সত্যজিৎ রায় তার কর্মের জন্য পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার। ১৯৯২ সালের ২৩ এপ্রিল এই খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মৃত্যুবরণ করেন।

Ad