‘ভিষণ মিস করি ছেলেবেলার রোজার দিনগুলো’

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। করোনা কারণে তার চারটি সিনেমার কাজ আটকে গেছে। বর্তমানে তিনি লকডাউনে ঘরবন্দি আছেন। করোনার শুরু থেকেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। বর্তমানে রোজা ও ইবাদত করেই ঘরবন্দী সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সবার মতো তাঁরও রয়েছে রোজা নিয়ে নিজস্ব দর্শন ও উপলব্ধি।

যা এসকে মিডিয়ার পাঠকদের জন্য তুলে ধরা হলো-

শৈশবে ইফতার বা সেহরীর কোনো স্মৃতি মনে পড়ে? জানতে চাইলে চিত্রনায়িকা ববি বলেন, ‘প্রথম রোজা রেখেছি ক্লাশ ওয়ানের শেষদিকে বা ক্লাশ টুয়ের প্রথম দিকে। কিন্তু সেহরী খেতে উঠতাম আরও আগে থেকেই। তখন কিছু বুঝতাম না৷ আবছা আবছা অনেক কথা মনে পড়ে। সেহরী খাওয়ার জন্য রোজ উঠতাম। যেদিন না উঠতে পারলে বা আমাকে না ডাকলে সকালে উঠে কান্নাকাটি করতাম। আসলে সবার সঙ্গে উঠে সেহরী খাওয়ার মজাটাই ছিলো আলাদা।’

তিনি আরও বলেন, ‘ইফতারগুলো অনেক মজা হতো। আজানের অনেক আগে থেকেই রেডি হয়ে খাবারের সামনে বসে যেতাম৷ আম্মা একটার পর একটা খাবার নিয়ে হাজির হতেন৷ আজানের জন্য অপেক্ষা করতাম৷ কখন আজান দেবে৷ অধৈর্য হয়ে পড়তাম। ভিষণ মিস করি ছেলেবেলার রোজার দিনগুলো।’

ছোটবেলা ও বড়বেলার রোজার মধ্যে কি পার্থক্য পান? উত্তরে চিত্রনায়িকা ববি বলেন, ‘অনেক৷ ছোটবেলার রোজায় একটা উৎসব আমেজ থাকতো। পড়াশোনার চাপ থাকতো না। আবার রোজা শেষে ঈদ আসবে৷ নতুন জামা৷ অনেক মজা। শৈশবে আনন্দ নিয়ে রোজা রাখতাম৷ প্রায়ই ভেঙে ফেলতাম৷

কিন্তু এখন তো রোজা রাখতেই হয়৷ ভাঙার সুযোগ কোনো নেই৷ মুসলিম হিসেবে এটা দায়িত্ব। ছোটবেলার রোজা ছিলো আনন্দের৷ আর এখন কাজ করে বোধ৷ না খেয়ে থাকার কষ্ট, খাবার নষ্ট করার যে অন্যায় এটা বুঝতে পারি এই রোজার সময়।’

তিনি আরও বলেন, ‘সেইসঙ্গে মানুষকে খাওয়ানোর আনন্দটাও পাই এ রমজানে৷ আব্বা বলতেন মানুষকে খাওয়ানোর যে আনন্দ আর কিছুতে তা নেই৷ সেটা রোজা এলে খুব উপলব্ধি করি৷ চেষ্টা করি ইফতারে অন্যদের জন্য খাবারের ব্যবস্থা করতে৷ খাবার বেশি হলে সেগুলো বিলিয়ে দেই৷ অনেক মানুষ না খেয়ে থাকে আমাদের চারপাশে। রোজায় অন্যকে খাওয়াতে পারলে তৃপ্তি পাই৷’

উল্লেখ্য, চিত্রনায়িকা ববি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটি ‘বৃদ্ধাশ্রম’, অন্যটি ‘নীলিমা’। নতুন চারটি ছবির শ্যুটিংয়ের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ‘ভাগীরথী’ ছবির স্ক্রিপ্টটা ভীষণ পছন্দ করেছেন তিনি। এছাড়াও তিনি ‘রণ যোদ্ধা’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বব স্টার’ থেকে ‘নায়িকা’ আর বি হ্যাপি এন্টারটেইনমেন্ট থেকেও আরেকটি ছবির শ্যুটিং শুরুর হওয়ার কথা রয়েছে। ববি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরও তিনি নিয়মিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, নানাভাবে সাহায্য করছেন।

Ad