ঈদে আদনান আল রাজীবের ‘ইউটিউমার’
আফজালুর ফেরদৌস রুমন : মিডিয়াতে আদনান আল রাজীবের শুরুটা গুনী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে। তবে অল্পদিনেই নিজের মেধা, দক্ষতা এবং পরিশ্রমের মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র একটি জায়গা গড়ে তুলেছেন তিনি। দেশ ও দেশের বাইরে বহুজাতিক নানা প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন নির্মাণ করে যেমন মুন্সিয়ানা দেখিয়েছেন তেমনি কুড়িয়েছেন প্রশংসাও। বিজ্ঞাপনের বাইরে নির্দেশনা দিয়েছেন নাটকও যদিও সংখ্যাটা এক্ষেত্রে কম। তবে নান্দনিকতার ছাপ রেখেছেন সেখানেও।
উচ্চতর পদার্থ বিজ্ঞান (পার্ট ২), পার্শ্ববর্তী প্রেম নিবেদন, মিডিল ক্লাস সেন্টিমেন্ট এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে আলোচনায় এসেছেন তিনি। তার এইটটিনঃ অল টাইম দৌড়ের উপর নাটক তরুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা এবং প্রশংসা পায়। তবে ২০১৭ সালের ঈদে ‘বিকেল বেলার পাখি’ নাটক দিয়ে নাট্য নির্মাতা হিসেবে ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেন আদনান আল রাজীব। এখন পর্যন্ত এটি তার সেরা কাজ বলেও মন্তব্য করেন অনেকেই।
এবার এই গুনী এবং দক্ষ তরুন নির্মাতা এই সময়ের জনপ্রিয় বিনোদন মাধ্যম ওটিটিতে যাত্রা শুরু করতে যাচ্ছেন। প্রথমবার ওটিটিতে এসেই তিনি হাজির হচ্ছেন ‘ইউটিউমার’ ওয়েবফিল্মটি নিয়ে। ৯০ মিনিটের মতো দৈর্ঘ্যের ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’কে স্যাটায়ার ধর্মী কাজ বলেই অভিহিত করেছেন আদনান আল রাজীব।
প্রযুক্তি ও বর্তমান সময়ের গল্পে নির্মিত হয়েছে ইউটিউমার। মূলত ভার্চুয়াল জগৎ ঘিরে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগ সবই উঠে আসবে ইউটিউমারে। শরীরে যে টিউমার থাকে সেটা আমাদের অসুবিধার কারণ। না কাটা পর্যন্ত বয়ে বেড়াতে হয়।
আমাদের সমাজের অনেক টিউমার আছে যা সরিয়ে ফেলা না পর্যন্ত ক্ষতিকর। এই ফিল্মে এই বার্তাটাই দেখানো হয়েছে। তবে যেহুতু একটি ফিল্ম তাই এই মেসেজের সাথে সাথে ইমোশন, সাসপেন্স, রিয়ালাইজেশন সবই থাকছে। সহজ ভাবে বলতে গেলে বিনোদনের সব উপকরণ নিয়ে তৈরি করে হয়েছে ‘ইউটিমার’।
এক জনপ্রিয় দৈনিকের সাথে এই কাজটা নিয়ে আলাপচারিতায় তিনি বলেন- বৈশ্বিক বড় বড় প্লাটফর্মের দিকে মানুষ বেশি ঝুঁকছেন। আগামী দুই বছর হবে ওটিটি এগিয়ে যাওয়ার সেরা সময়। অন্যান্য দেশে ওটিটি ব্যবহারে মানুষ অভ্যস্ত। বাংলাদেশে কম সংখ্যক মানুষ অভ্যস্ত কিন্তু আগামিতে আরো বেশি অভ্যস্ত হবে।
দেশীয় ওটিটির সম্ভাবনা নিয়ে আরো জানান – আমাদের দেশের প্লাটফর্মগুলো বিভিন্ন সব প্রজেক্ট নিয়ে আগাচ্ছে। সমানভাবে আমরা যদি এখানে কাজ করি তাহলে ওটিটিতে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। এখানে দর্শক ভালো কনটেন্ট গল্প ও ভিজুয়াল চান। যেগুলো ওভারঅল দেখতে সিনেম্যাটিক হতে হবে।
দর্শক এখন ইউটিউবের নাটক বা টেলিছবি থেকে বেরিয়ে নতুন কিছু দেখতে চায়। এই চাওয়াটাকেই সম্মান জানিয়ে ভিন্নধর্মী কিছু নিয়ে হাজির হতে হবে আমাদের। ইতিমধ্যেবতেমন কিছু কাজ দেখতে পেয়েছি আমরা। সবমিলিয়ে আমার মনে হয় আগামিতে ওটিটির ভালো সম্ভাবনা রয়েছে।
নতুন দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ তে ঈদের দিন রাতেই প্রচার করা হবে ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’। প্রথমবার বানানো এই ওয়েবফিল্মের গল্প আদনান আল রাজীবের নিজেরই। জানা গেছে ‘ইউটিউমার’ এর গল্পে খুব সহজ ভাবেই সমাজের বাস্তবতার সাথে মিল রেখে অনেক কঠিন বিষয় তুলে ধরা হয়েছে। ভার্চ্যুয়াল জগৎ ঘিরে এ সময়ে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগ, সেসব নিয়েই এই সিনেমার গল্প। ‘স্যাটায়ার’ ধর্মী এই কাজটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
মূল ভূমিকায় আছেন প্রীতম হাসান এবং জিয়াউল হক পলাশ। এছাড়া আরো আছেন শরাফ আহমেদ জীবন, গাউসুল আলম শাওন, কারিনা কায়সার, সালমান মুক্তাদির, সৈয়দ নাজমুস সাকিব। ইতিমধ্যে তাদের লুক এবং এই ওয়েবফিল্মের পোষ্টার রিলিজ দেয়া হয়েছে। শুভ কামনা রইলো ‘ইউটিউমার’ এর জন্য।