তারকাদের ফুটবল প্রেম

বিনোদন প্রতিবেদক : আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আজ মুখোমুখি। তার ওপর এই ম্যাচেই নির্ধারিত হবে কার হাতে উঠবে শিরোপা। যে কারণে দুই দলের ভক্তদের মধ্যেও কাজ করছে বাড়তি উত্তেজনা। বলা যায়, এখন দুই ভাগে বিভক্ত দেশের ফুটবলপ্রেমীরা। মাঠের এই লড়াইকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ।

এ থেকে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। তারাও তাদের পছন্দের দলের পক্ষে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। আর্জেন্টিনা-ব্রাজিল খেলা ঘিরে তারকাদের শুভেচ্ছা নিয়ে এসকে মিডিয়া বিডির পাঠকদের জন্য এ আয়োজন-

শাকিব খান: ‘আমার প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। এই খেলা কোনোভাবেই মিস করবো না। ছোটবেলা মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তার মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।’

অপু বিশ্বাস: ‘আমার প্রিয় দল ফাইনালে খেলতেছে ভাবতেই ভালো লাগছে। নেইমারের ১০ নম্বর জার্সি পরেই খেলা দেখা হবে। এক সময় রাত জেগে বন্ধুদের সঙ্গে নিয়ে খেলা দেখতাম। রাতভর হইহই আনন্দ করে কেটে যেত। সেই দিনগুলো মিস করবো। কিন্তু খেলা মিস করবো না। একা খেলা দেখে আনন্দ পাই না। এখন আমার খেলা দেখার সঙ্গী ছেলে আব্রাম খান জয়।’

সাইমন সাদিক: ‘আমার প্রিয় দল ব্রাজিল। ব্রাজিলের খেলা ঘিরে সব সময় অন্যরকম উন্মাদনা কাজ করে, চলে ব্যাপক আয়োজন। তবে এবার আর কোনো আয়োজন নেই কারণ, বেশ কয়েক দিন ধরে আম্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এখন আম্মার অবস্থা আগের চেয়ে ভালো। প্রিয় দলের খেলা কখনোই মিস করি না। এবারও মিস করব না হাসপাতালে বসেই খেলা দেখব।’
জায়েদ খান: ‘ছোটবেলা থেকেই আর্জেটিনার সাপোর্ট করি। আশা করি, এবার কোপা আমেরিকায় সেরা দল হিসেবে আর্জেন্টিনা কাপ জিতবে এবং আর্জেন্টিনা কাপ জিতলে সবচেয়ে বেশি খুশি হব আমি। আর্জেন্টিনা দলের জন্য অনেক অনেক শুভ কামনা।’

নিরব: ‘আমি আর্জেন্টিনার সমর্থক। কারণ দলটির খেলার মধ্যে অন্যরকম মুগ্ধতা রয়েছে। মেসি তো দুর্দান্ত খেলে। সব মিলিয়েই আমি আর্জেন্টিনার সমর্থক। সর্বাধিক বিশ্বকাপ জেতা দেখে দল সমর্থন করি না। খেলার নৈপুণ্য দেখে সমর্থন করি। যারা সুন্দর ও ছন্দময় ফুটবল খেলা পছন্দ করেন, তারা আর্জেন্টিনার খেলাও পছন্দ করবেন। আশা করি প্রিয় দল এবার কাপ জিতবে।’

অপূর্ব: ‘আমার পছন্দের দল ব্রাজিল। ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে। আমি যখন খেলা দেখা শুরু করেছিলাম তখন অনেক তারকা খেলোয়াড় ছিল। ওই সময় ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। সব মিলিয়ে ব্রাজিল মনে ঢুকে গেছে। তারপর থেকেই আমি তাদের ফ্যান। তবে মেসির খেলা আমার ভালো লাগে। ব্রাজিল দলের খেলা ছাড়াও আমি আর্জেটিনার খেলা দেখি। তবে সব থেকে বেশি উপভোগ করি ব্রাজিলের খেলা। আশা করছি এবার ব্রাজিল জিতবে।’

আইরিন সুলতানা: ‘আমি দুই দলের সাপোরর্টার। গত বিশ্বকাপে ব্রাজিল জার্সি পরে ফটোশুট করেছি। এবারের বিশ্বকাপ আসছে আর্জেন্টিনা জার্সি পরে শুট করবো। দুইদলের জন্যই শুভ কামনা রইলো।’

পূজা চেরি: ‘আমি নিয়মিত খেলা দেখি। তা যদি হয় প্রিয় দলের তা কখনোই মিস করি না। আমি এবার আশাবাদী মেসি তার জাদুতে ব্রাজিলকে হারিয়ে কাপ জিতবে।’

মাহিয়া মাহি : ‘ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সাথে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। প্রিয় দলের জন্য অনেক অনেক শুভ কামনা।’

শারমীন সুলতানা সুমী: ‘আর্জেন্টিনা আমার ছেলেবেলার প্রেম বা জীবনের প্রথম প্রেমের মতো। এখন আর্জেন্টিনা দল মাঠে যদি খারাপও খেলে তবু ভুলতে পারি না। আর্জেন্টিনা দলের প্রতি অন্যরকম একটি ভালোবাসা কাজ করলেও ব্রাজিলের খেলা পছন্দ করি। ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমার বিশ্বাস, আর্জেন্টিনা জিতবে।’

অভিনয়শিল্পী ফেরদৌস, ইয়ামিন হক ববি, নিপুণ, দীপা খন্দকার, চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, নাদিয়া আহমেদ সহ আরও অনেকেই আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে ওমর সানী-মৌসুমী, মিশা সওদাগর, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, আসিফ, কোনাল, মৌমিতা মৌ, মারজান জেনিফা ব্রাজিলের সমর্থক।

Ad