চাঁদ রাতে সজল-মৌয়ের ‘প্রতিবেশী একটু বেশি’

বিনোদন প্রতিবেদক : পরিবারিক দ্বন্দ্ব সংঘাত অতঃপর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘প্রতিবেশী একটু বেশি’। এতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন অভিনেতা আব্দুন নূর সজল ও অভিনেত্রী মৌসুমী মৌ। জামাল হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।

এতে সাহিল চাকলাদার চরিত্রে সজল ও রুহি জোয়ারদার চরিত্রে মৌসুমী মৌ অভিনয় করেছেন। এছাড়াও আরও রয়েছেন মাসুম বাসার, আবদুল্লাহ রানা, মার্জিয়া আক্তার, আফরোজা, ওয়ালিউল হক রুমি, হিমি হাফিজ, ফয়সাল বাপ্পী প্রমুখ।

এ প্রসঙ্গে মৌসুমী মৌ বলেন, ‘আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে, সমাজে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দ্বন্ধ সংঘাত লেগেই থাকে। আবার একে অন্যের দেখাদেখি বিভিন্ন প্রতিযোগিতা করি। কেউ কাউকে ছাড় দিতে চান না। নাটকটিতে দুই পরিবারের গল্প দেখানো হয়েছে। কাজের লোক, দারোয়ানদের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো ফুটে উঠবে।’

তিনি আরও বলেন, ‘গল্পে রয়েছে ঢাকা-বরিশালের মধ্যে রেষারেষি। সব মিলিয়ে একটি সামাজিক গল্পের নাটক। পরিবার নিয়ে দেখার মতো একটি গল্প। আশা করি দর্শকদেরও পছন্দ হবে। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাত ৮ টায় নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে।’

Ad