৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘প্রতিপক্ষ’

বিনোদন প্রতিবেদক : কোরবানি ঈদ উপলক্ষে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক কমেডি নাটক ‘প্রতিপক্ষ’ প্রচার হচ্ছে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৮টায়। সেজান নূর-এর রচনায় নাটকটির গল্প ভাবনা ও পরিচালনা করেছেন শামীম জামান।

এই নাটকটি প্রযোজনা করেছে বাংলাদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ই-টাইমস’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, ফারজানা রিক্তা, জামিল হোসেন, শামীম জামান সহ অনেকে।

গ্রামের একটি পরিবারের বিয়ে উপযুক্ত দুজন যুবতী মেয়েকে বিয়ে করার জন্য অন্য দুটি পরিবারের আপন দুই ভাই বিয়ের প্রস্তাব দেয়। সেখান থেকে বিয়ে করার জন্য দুই পরিবারের বিবাহযোগ্য যুবকদের মাঝে ঝগড়ার সৃষ্টি হয় এবং দুই পরিবার হয়ে উঠে ‘প্রতিপক্ষ’।

নাটকটি প্রসঙ্গে পরিচালক ও অভিনেতা শামীম জামান বলেন, ‘নাটকটি মূলত একটি পরিবারের দুই বোনকে ঘিরে অন্য দুটি পরিবারের দুই যুবকের। আমরা চেষ্ঠা করেছি প্রতিপক্ষ গল্পের মাধ্যমে দর্শকদের বিনোদনের মধ্য দিয়ে একটি মেসেজ দেওয়ার। যাতে করে গ্রামের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়।’

জনপ্রিয় অভিনেতা আখম হাসান বলেন, ‘প্রতিপক্ষ’ নাটকে দুটি পরিবারের দীর্ঘদিনের ক্ষমতার অপব্যবহারের গল্প, যেখানে একটি পরিবারের দুটি মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে অন্য দুটি পরিবারের মাঝে দ্বন্দের সৃষ্টি হয়। গল্পে দর্শকরা আমাকে একদম গ্রাম্য যুবকের ভুমিকায় দেখবেন।’

তিনি আরও বলেন, ‘যে কিনা একটি মেয়ের সাথে প্রেম করতে চায় কিন্তু প্রতিপক্ষ একটি পরিবারের অন্য যুবক চায় সেই মেয়েকে বিয়ে করতে। আশা করি আমার অভিনীত ‘প্রতিপক্ষ’ নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং তারা ঈদের আনন্দ উপভোগ করবে।’

জানা গেছে, ‘প্রতিপক্ষ’ নাটকটি ‘ই-টাইমস’ ইউটিউব চ্যানেল অবমুক্ত হয়েছে।

Ad