সজল-টয়ার ‘শুধু তোমার জন্যে’

বিনোদন প্রতিবেদক : পৃথিবীর বড় বড় লোমহর্ষক কাহিনী সংঘটিত হয়েছে নারীর কারণে। নারীর জন্যই তৈরি হয়েছে তাজমহল। শহরের সাধারণ ছেলে শোভন, শহরের ডন সালাউদ্দিন চৌধুরীর বোন রুপাকে পাওয়ার জন্যে সালাউদ্দিন চৌধুরীর চ্যালেঞ্জে নিজেকে শহরের বড় ডন করার চেষ্টা করে। তবে এটা বাস্তবে নয় ‘শুধু তোমার জন্যে’ নাটকে এমনটা দেখা যাবে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সঞ্জয় রাজ, আশরাফুল আলম, ড.হিরা, রানা, অভি, রনি, জীবন, পারভেজ, রকি প্রমুখ। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস।

এ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস বলেন, ‘আমি গল্পের পাগল। ভিন্ন ভিন্ন গল্প বলতে ভালোবাসি। আলোচনা কিংবা হিটের জন্য নাটক নির্মাণ করি না। সব সময় চেষ্টা থাকে দর্শকদের ভালো একটি গল্প দেওয়ার। ‘শুধু তোমার জন্যে’ রোমান্টিক-অ্যাকশন ধর্মী নাটক।’

জানা গেছে, নাটকটি এসএ টিভিতে প্রচার হয়েছে। খুব শীঘ্রই নাটকটি ইউটিউব চ্যানেলেও প্রকাশ হবে।

Ad