মিলন-জিমের ‘যে পথের শেষ নেই’

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে মডেল-অভিনেত্রী মাফতোহা জান্নাত জিম। পড়ালেখার পাশাপাশি নাটকে অভিনয় করছেন তিনি।

প্রথমবার জিম মিলনের বিপরীতে কাজ করেছেন ‘যে পথের শেষ নেই’ নামের নাটকে। এতে আরো অভিনয় করেছেন ফারজানা রিক্তা, এম এ সালাম সুমন, দিলু মজুমদার, কবির টুটুল, ফারজানা জয়া, অদিতি প্রমুখ। মাশকুড়া জান্নাত মিম এর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা চন্দন চৌধুরী।

এ প্রসঙ্গে জিম বলেন, ‘প্রথমবার মিলন ভাইয়ের সঙ্গে কাজ করেছি। তিনি আমার অনেক পছন্দের অভিনেতা। নাটকের গল্পটি দারুণ। ইউনিটের সবাই কাজটি করতে সহযোগিতা করেছে। আশা করছি, দর্শকদের নাটকটি পছন্দ হবে। চেষ্টা করছি পড়ালেখার পাশাপাশি নিয়মিত কাজ করতে।’

জানা গেছে, ‘যে পথের শেষ নেই’ নাটকটি গত ১৬ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে প্রচার হয়েছে। এছাড়াও নাটকটি ইউটিউবে পাওয়া যাবে।

Ad