ঐশীর নতুন গান ‘মন নদী’
বিনোদন প্রতিবেদক : আবারও শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। গানটির শিরোনাম ‘মন নদী’। গত ১৯ আগষ্ট বিকেল ৫টায় গানটি প্রকাশ হয়েছে এমআর বেষ্টমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
‘মন নদী’ গানটি লিখেছেন আব্দুল আওয়াল রিয়াজ। আর সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও মিউজিক আয়োজন করেছেন কাউসার খান।
‘মন নদ’ গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীত অনেকটা ভিন্নধর্মী। এটি গাইতে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’