অক্টোবরে আসছে ‘চরিত্র’

বিনোদন প্রতিবেদক : গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে মৌলিক গল্পের চলচ্চিত্র ‘চরিত্র’। ডিএন বাংলা প্রযোজিত এই চলচ্চিত্রে কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় মো. দ্বীন ইসলাম। জানা গেছে, অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছেন।

এ প্রসঙ্গে পরিচালক মো. দ্বীন ইসলাম বলেন, ‘এটি আমাদের দেশীয় মৌলিক গল্পের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে আবহমান গ্রামবাংলা ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। আশা করি, দর্শকদেরও চলচ্চিত্রটি ভালো লাগবে।’

নবাগত কান্তা নুর বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই দ্বীন ইসলাম ভাইয়াকে। যার কারণে আমি সুন্দর একটি চলচ্চিত্রে কাজ করতে পেয়েছি। আমি সবাইকে অনুরোধ করবো; সবাই হলে গিয়ে আমার ছবিটি দেখবেন। আমার বিশ্বাস ছবিটি আপনাদের ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘চরিত্র’ চলচ্চিত্রের গল্প আমার মন ছুঁয়ে গিয়েছে। আমার বিশ্বাস দর্শকদের মন ছুঁয়ে যাবে। এছাড়ও দর্শকরা দারুণ গল্পের একটি চলচ্চিত্র পেতে যাচ্ছে।’

এই চলচ্চিত্রটিতে কান্তা নুর ছাড়াও আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, সমু চৌধুরী, মাহমুদুর রহমান মিঠু, ফারুক আহমেদ, আমির সিরাজী, মিষ্টি মারিয়া, ফরহাদ হোসেন প্রমুখ। গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, রিংকু ও চঞ্চল। আবহসংগীতে আশরাফুল।

Ad