আজ জি-ফাইভে মোশাররফ-অর্ষার ‘দ্যা ব্রোকার’

আফজালুর ফেরদৌস রুমন : বিনোদনের অন্য নাম এখন ওটিটি। নিত্যনতুন কনটেন্ট, ব্যতিক্রমী গল্প এবং তার বিশ্বাসযোগ্য উপস্থাপন দিয়ে সাধারণ দর্শকদের কাছে খুব সহজেই পৌছে যাচ্ছে ওয়েব ফিকশন গুলো। এই ধারাবাহিকতায় দেশের গুনী, দক্ষ শিল্পী এবং কলাকুশলীদের নিয়মিতভাবেই দেখা যাচ্ছে এই মাধ্যমে।

দেশের পাশাপাশি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোও আমাদের দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত নান্দনিক ফিকশন উপহার দিচ্ছেন। এই লিষ্টের নতুন সংযোজন আবু হায়াত মাহমুদের ‘দ্যা ব্রোকার’। আজ ১লা অক্টোবর এই ওয়েব ফিকশনটি দেখা যাবে জি-ফাইভে একদমই ফ্রি।

এরই মধ্যে পোষ্টার এবং ট্রেলার রিলিজের পর ব্যাপক সাড়া ফেলেছে ‘দ্যা ব্রোকার’। মূল ভূমিকায় নন্দিত অভিনেতা মোশাররফ করিমের লুক তার ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে। ‘মহানগর’ এর ব্যাপক প্রশংসা এবং সফলতার পর আবারো ওটিটিতে হাজির হচ্ছেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেতা।

সাথে আছেন আমাদের দেশের আরেক গুনী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। কিছুদিন আগে ‘নেটওয়ার্কের বাইরে’ দিয়ে নতুনভাবে আলোচনায় আসা এই অভিনেত্রীর ‘সাহস’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা মুক্তির অপেক্ষায়।

জামিল আর মনির ছিমছাম একটা সংসার। জামিল সব সময় নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে। অনেক কিছুই করার চেষ্টা করে সে জীবনে, কিন্তু কোন কিছুই তার হয়না। সিডির দোকান, ব্যান্ড পার্টি, পেপার বিক্রি, কি না করেনি জীবনে। শেষ পর্যন্ত জামিল আর তার এক ছোট ভাই ফ্ল্যাট ভাড়া,বিক্রি সহ এ ধরনের নানা দালালির সাথে জড়িয়ে পড়ে।

দালাল বলতে নারাজ জামিল, সে নিজেকে ব্রোকার বলতেই স্বাচ্ছন্দ বোধ করে। একটা সময় ভাগ্য পরিবর্তন হতে থাকে,সংসারে আসে এক কন্যা সন্তান। বিধি বাম তাদের একমাত্র কন্যা শারীরিক ভাবে অসুস্থ। তার পরও এই নিয়ে চলে যাচ্ছিলো, একদিন খবর আসে তার সন্তান হার্টের একটা সমস্যায় ভুগছে, অপারেশনে দরকার অনেক টাকা।

এমন একটা বিপদে, একটা অনৈতিক কাজে অফার আসে অর্থের। জামিল এখন নিজের মুখোমুখি সন্তান নাকি নৈতিকতা বিসর্জন কোন পথে যাবে জামিল? এমনই একটা গল্প নিয়ে দ্যা ব্রোকারের গল্প এগিয়ে চলে। তারপর কি হয় সেটা জানতে দেখতে হবে জি-ফাইভের এই নতুন ফিকশনটি।

গুনী নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছেন- ‘দ্যা ব্রোকার’ মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া এবং তার পরিণতি ভোগ করার গল্প। গল্পটা সবাই পছন্দ করবে বলে আমার বিশ্বাস। একটি টিম হিসেবে কাজ করেছি সবাই। তাছাড়া আন্তর্জাতিকমানের প্লাটফর্মগুলো অনেক পেশাদার।

তাদের সাথে কাজ করলে কাজের ইমপ্রুভমেন্ট হয় আবার বাইরের দর্শকের কাছে নিজেকে প্রমাণও করা যায়। আশাকরি পোষ্টার এবং ট্রেলার রিলিজের পর যেরকম উচ্ছ্বাস দেখেছি পুরো ফিকশন দেখার পর সেই আনন্দের মাত্রা আরো বাড়বে।

এর আগে বাংলাদেশের জন্য মাইনকার চিপায়, যদি কিন্তু তবুও এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান এর মতো কনটেন্ট উপহার দিয়েছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ। এবার তারা নিয়ে আসছেন ‘দ্যা ব্রোকার’। আশাকরি মোশাররফ করিম, অর্ষাকে নিয়ে আবু হায়াত মাহমুদের এই ফিকশন হতাশ করবেনা।

Ad