আমি সবসময় নাচ নিয়েই থাকতে চাই : রুমেলি

বিনোদন প্রতিবেদক : রুমেলি দত্ত মজুমদার। ভারতের পশ্চিমবঙ্গের নৃত্যাঙ্গনের একজন প্রিয়মুখ। যিনি আন্তর্জাতিক মানের একজন মূলধারার নৃত্যশিল্পী, নৃত্যশিক্ষক ও কোরিওগ্রাফার। বিশেষ করে ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্যের অন্যতম এই নৃত্যশিল্পী দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে চলেছেন নৃত্যের প্রচার, প্রসার ও বিকাশে।

নিজেকে উজার করে দিয়েছেন নৃত্যের প্রতি ভলোবাসায়। এরই মধ্যে তিনি নৃত্যের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মান। নৃত্যের প্রতি ভালোবাসা থেকেই শিশুদের জন্য একটি নৃত্যের স্কুল করেছেন তিনি। সেখানে নিয়মিত শিশুদেরকে নাচ শেখান তিনি।

এ প্রসঙ্গে রুমেলি দত্ত মজুমদার বলেন, ‘আসলে নাচ হচ্ছে আমার ভালোবাসার মাধ্যম, আমার কাজের প্রিয় জায়গা। আমি সবসময় নাচ নিয়েই থাকতে চাই। সব ধরনের নাচ আমাকে আকৃষ্ট করে। আমি ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্য শিখেছি। বর্তমানে নাচের ইমোশন ও রিদম নিয়ে কাজ করছি। বাংলাদেশে তামান্না রহমানের নাচ আমার খুব পছন্দের।’

নতুন খবর হচ্ছে, ‘যদি ভালো গল্প ও চরিত্র পেলেই নৃত্যের পাশাপাশি নিয়মিত অভিনয় করতে চান তিনি। এছাড়াও বাংলাদেশের মিডিয়াতেও কাজ করা আগ্রহী হয়েছে বলে জানান রুমেলি দত্ত মজুমদার।’

অভিনয় প্রসঙ্গে রুমেলি দত্ত মজুমদার এসকে মিডিয়া বিডিকে বলেন, ‘কলকাতা আমার প্রানের শহর। আমি বাংলাদেশ কেউও পছন্দ করি। আমি অবশ্যই, দুই বাংলার মিডিয়াতে কাজ করতে আগ্রহী। এরই মধ্যে বাংলাদেশের কয়েকজন পরিচালকের সাথে আমার কথা হচ্ছে। আশা করি, সামনে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’

Ad