‘দারাজ ইলেভেন ইলেভেন শো’তে আজকের অতিথি সাব্বির-পলাশ

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ বেশ আলোচনায় এখন। ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ১১ নভেম্বর পর্যন্ত দারাজের ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’তে দারাজ অ্যাপের মাধ্যমে যত খুশি ততো শপিং করতে পারবে সাধারণ ক্রেতারা।

তারই ধারাবাহিকতায় আজ রবিবার (৭ নভেম্বর) রাতে শোটিতে উপস্থিত হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মিশু সাব্বির ও জিয়াউল হক পলাশ। এটি ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ এর সাত নম্বর পর্ব। আগের ৬টি পর্বের মতোই এটি দর্শক রাত সাড়ে ১১টায় দেখতে পারবেন।

১ নভেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে ১১ টায় ঘণ্টাব্যাপী শোটি অনুষ্ঠিত হচ্ছে, চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রচার হচ্ছে এসকে মিডিয়া বিডি ডটকমের ফেসবুক পেজে। এছাড়াও চ্যানেল আইয়ের পর্দা সহ চ্যানেল আইয়ের ফেসবুক, দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ ও দারাজ অ্যাপে।

জনপ্রিয় সব তারকাদের নিয়ে ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ উপস্থাপনা করছেন রাফসান সাবাব। ১১ দিনব্যাপী এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ।

প্রথমদিনে জয়া আহসান, দ্বিতীয় দিনে সোহানা সাবা ও ইফতেখার রাফসান, তৃতীয় দিনে তারকা দম্পতি শাওন-টয়া, চতুর্থ দিনে মেহজাবীন চৌধুরী, পঞ্চম দিনে আফরান নিশো, ষষ্ঠদিনে অপু বিশ্বাস এসেছিলেন দারাজ ইলেভেন ইলেভেন শো-তে।

শোটির আগামী পর্বগুলোতে অতিথি হয়ে আসবেন তানজিন তিশা, পূর্ণিমা। শেষদিন ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’র মাধ্যমে শেষ হবে। ওইদিনের অতিথি হবেন সুপারস্টার শাকিব খান।

Ad