টিজারেই ঝড় তুলেছে ‘বলি’

আফজালুর ফেরদৌস রুমন : ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ তাদের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ থেকে ৫টি অরিজিনাল সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলো। এই ৫টির মধ্যে একটি হলো ‘বলি’ একটি। প্রাচীন এক লোককাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘বলি’র টিজার রিলিজ দেয়া হয়েছে আজ হইচই এর অফিশিয়াল পেইজে।

চোখে মুগ্ধতা, বুকে কাপুনি, আর মুখে বিস্ময় নিয়েই দেড় মিনিটের এই টিজার দর্শকদের এককথায় মন্ত্রমুগ্ধ করেছে। আমাদের দক্ষ নির্মাতা শঙ্খদাস গুপ্ত তার প্রথম সিরিজের টিজারেই যে জাদুর ঝলক দেখিয়েছেন যে পুরো সিরিজ দেখার এই অপেক্ষার প্রহর পার করা বেশ কষ্টকর। কালার, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর বা সংলাপ সব মিলিয়ে একটি আগ্রহ জাগানিয়া টিজার ঠিক যেমন হওয়া উচিত ‘বলি’ ঠিক সেভাবেই হাজির হয়েছে।

এর আগে একই প্ল্যাটফর্মের আরেকটি দর্শক নন্দিত সিরিজ ‘তাকদির’এ চঞ্চল চৌধুরী এবং সোহেল মন্ডল একসাথে কাজ করেছিলেন। ভিন্নধর্মী কনটেন্ট, দক্ষ অভিনয় এবং ব্যতিক্রমী নির্মানের সমন্বয়ে তাকদির এখন পর্যন্ত ওটিটিতে আমাদের দেশের অন্যতম সেরা একটি কাজ।

মূল ভূমিকায় চঞ্চল চৌধুরী তো প্রশংসিত হয়েছেন তবে সোহেল মন্ডল ভাইসা রূপে নিজের দক্ষতার ছাপ রেখেছেন যা প্রশংসা এবং আলোচনা দুটোই কুড়িয়েছিলো। সেই সফলতার রেশ ধরেই আবারো চঞ্চল এবং সোহেলকে দুটি প্রধান চরিত্রে মুখোমুখি দাড় করিয়ে হইচই নতুন চমক নিয়ে উপস্থিত।

টিজারে একটি দ্বীপ যেখানে আইন- শৃঙ্খলার বালাই নাই, সাহস রেখে দিতে হয় আলমারিতে সেখানে সোহরাব এবং রুস্তম নামে দুজন শক্তিশালী প্রতিপক্ষ এবং তাদের সাথে জড়িয়ে থাকা কিছু মানুষ, সম্পর্ক, এবং রাজনীতির খেলায় শক্তি প্রদর্শনের যে আঁচ পাওয়া গেলো তা আগ্রহের মাত্রা আরো বাড়ালো।

সাত পর্বের এই সিরিজে আরো আছেন সালাউদ্দিন লাভলু, সোহানা সাবা, ইরেশ যাকের, সাফা কবির, মৌসুমি মৌ, লুৎফর রহমান জর্জ, নাসির উদ্দিন খান, পলাশ, গাজী সহ আরো অনেকে। উল্লেখ্য এই ওয়েব সিরিজের মাধ্যমে নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ও চঞ্চল চৌধুরী প্রথমবার একসাথে কাজ করলেন। কুয়াকাটায় বেশ গোপনীয়তা বজায় রেখেই শ্যুটিং সম্পন্ন হয়েছে এই ভিন্ন স্বাদের গল্প নিয়ে নির্মিত ফিকশনটির।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই দেখা মিলবে ‘বলি’র। টিজারে যে সাসপেন্স, থ্রিল বা টুইষ্টের ধারণা পাওয়া গেছে পুরো সিরিজে তার ছাপ কতোটা পাওয়া যাবে সেটাই এখন দেখার বিষয়। তবে ‘বলি’ যে শিগগিরই দুই বাংলায় একটা বড়সড় হৈ চৈ ফেলতে যাচ্ছে একথা বলা যায় নিঃসন্দেহে।

Ad