লোভ এবং ক্ষমতার গল্প নিয়ে ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’
আফজালুর ফেরদৌস রুমন : লোভ ও ক্ষমতার অপব্যবহার করে নৃশংস এক খুনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিঞ্জ অরিজিনাল ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’। ইতিমধ্যে সিরিজটির টিজার এবং পোস্টার রিলিজ দেয়া হয়েছে।
ত্রপা মজুমদার, জাকিয়া বারী মম, সোহেল মন্ডল এবং তমা মির্জাকে নিয়ে এই সাসপেন্স থ্রিলারটি নির্মাণ করেছেন গুনী নির্মাতা কৌশিক শংকর দাশ। ছয় এপিসোডের এই সিরিজটি চলতি মাসের শেষ নাগাদ ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’এ রিলিজ দেয়া হবে।
সম্পত্তি এবং টাকার অহংকারে ডুবে থাকা এক মায়ের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করতে যাচ্ছেন বেছে বেছে কাজ করা দেশের অন্যতম গুনী অভিনেত্রী ত্রপা মজুমদার। অন্যদিকে ‘তাকদির’ দিয়ে আলোচনায় আসা সোহেল মন্ডল ‘কাউয়া’, ‘ডোন্ট রাইট মি’ বা সাম্প্রতিক ‘বলি’তে নিজের জাত চিনিয়েছেন বেশ ভালোভাবেই।
এবার নারী আসক্ত এক যুবকের চরিত্রে দেখা যাবে তাকে এই সিরিজে। পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকা একজন নারী চরিত্রে দেখা যাবে দেশের অন্যতম শক্তিশালী অভিনেত্রী জাকিয়া বারী মমকে। ‘মহানগর’, ‘বিলাপ’ বা ‘কন্ট্রাক্ট’ এর মতো আলোচিত এবং জনপ্রিয় ওয়েব কনটেন্টে অভিনয় করা মম এবারো নিজের অভিনয় দক্ষতার সফল উপস্থাপন করতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা।
স্বপ্ন এবং দুঃস্বপ্ন এর দুরত্ব যে খুবই অল্প সেটি যে চরিত্রটির মধ্য দিয়ে এই সিরিজে দেখানো হবে সেই চরিত্রে অভিনয় করেছেন সাম্প্রতিক সময়ে নতুন ভাবে আলোচনায় আসা অভিনেত্রী তমা মির্জা। ওয়েবফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘ডার্ক সাইড অব ঢাকা’ দিয়ে তার অভিনয় প্রতিভা নতুনভাবে সামনে এসেছে এবার ‘৯ এপ্রিল’ দিয়েও তিনি হতাশ করবেন না সেকথা বলা যায় নিশ্চিন্তে।
কৌশিক শংকর দাশ তার নির্মান বা গল্প বলার ধরন দিয়ে দর্শকদের কতোটা বিমোহিত করতে পারেন তা বোঝা যাবে এই সিরিজটি মুক্তি পাবার পরে। তবে এতোগুলো গুনী এবং দক্ষ অভিনয় শিল্পীদের নিয়ে দেখার মতো উপভোগ্য একটি দেশীয় কনটেন্ট পেতে যাচ্ছি আমরা এটুকু আশা করাই যায়। শুভ কামনা রইলো পুরো টিমের জন্য।