প্রতিশ্রুতিশীল এক নতুন সম্ভাবনাময় অভিনেতা শাজাহান সম্রাট
আফজালুর ফেরদৌস রুমন
ওটিটির কল্যানে একদিকে যেমন অনেক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীরা নতুন করে তাদের ক্ষুরধার প্রতিভার সাক্ষর রেখেছেন নতুন করে তেমনি মুদ্রার উল্টো দিকের সমতো একটু খেয়াল করলেই যে বিষয়টি সাম্প্রতিক সময়ে বিনোদমপ্রেমীদের সামনে খুব সহজেই উঠে এসেছে তা হলো এই ওটিটির কল্যানেই আমরা বেশকিছু নবীন কিন্তু দক্ষ অভিনেতা এবং অভিনেত্রীদের দেখাও পেয়েছি। এই লিস্টের সাম্প্রতিক সংযোজন মঞ্চের পরিচিত মুখ শাজাহান সম্রাট।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে দেশের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ওয়েব সিরিজ ‘বোধ’ এর মধ্য দিয়ে শাজাহান সম্রাট অভিনেতা হিসেবে এক সম্ভাবনার আলোর ঝলকানি নিয়েই হাজির হয়েছেন। এই সিরিজে কিংবদন্তি আফজাল হোসেন, শক্তিশালী অভিনেতা রওনক হাসান আবার এই সময়ের অন্যতম আলোচিত খায়রুল বাসারের মতো অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করে শাজাহান সম্রাটের মতো একজন প্রায় নবীন অভিনেতার দর্শকদের চোখে পড়া এবং নিজের দক্ষতা ও প্রতিভার জানান দেবার সাবলীলতা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং চমকপ্রদ।
এই সিরিজে ডিবি কর্মকর্তা এহসানের চরিত্রে শাজাহান সম্রাট এখন পর্যন্ত তার নিজের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দিলেন তা বলার অপেক্ষা রাখেনা। একদিকে প্রচন্ড পেশাদার এবং রুক্ষভাষী এহসানের দেখা যেমন মিলেছে তেমনি তার চরিত্রের সেই শক্ত খোলসের ভেতরে মানবিক এবং দরদী মনোভাবের পরিচয়ও পেয়েছি। অবাক করার মতো বিষয় হলো দুটি শেডেই শাজাহান সম্রাট এতোটাই সাবলীল ছিলেন যে স্ক্রিনে তাকে একজন ডিবি অফিসার বাদে অন্য কিছু মনে হয়নি একবারের জন্যও। গল্পে একদল ড্রাগডিলারদের হাতেনাতে ধরতে গিয়ে তিনি নিজেই একটা সময় তার ডিপার্টমেন্টে মাদকাসক্ত হিসেবে সাসপেক্ট হবার সাথে সাথে আবার এরই মধ্যে নতুন একটি কেসের দায়িত্ব পাবার পর এই কেস সলভ করে তার ইমেজ পুনরুদ্ধার করার তাগিদে ব্যক্তিজীবনে কিছুটা এলোমেলো এহসান ব্যালেন্সড অভিনয়ের মাধ্যমে জমিয়ে রাখেন পুরো সিরিজটিই। বিশেষ করে শক্তিশালী অভিনেতা রওনক হাসানের সাথে একই ফ্রেমে ফেইস টু ফেইস কনভারসেশন এই সিরিজের অন্যতম উপভোগ্য সেগমেন্ট বলেই রায় দিয়েছেন দর্শক থেকে সমালোচকেরা। এখানে এহসানের নিজের সম্পর্কে দেয়া তথ্য ‘ফার্স্ট ক্লাস থার্ড না, ফার্স্ট ক্লাস সেকেন্ড’ বলার মুহূর্তটি দেখে বিনোদিত হননি এমন কাউকে পাওয়া যাবেনা। পাশাপাশি এই সিরিজে শ্রাবন্তী চরিত্রে সারাহ আলমের সাথে তার দুষ্টু মিষ্টি রসায়নও দর্শকদের মন জয় করেছে।
মঞ্চের ‘পালাকার’ নাট্যদলের শিল্পী হিসেবে পরিচিত এবং দক্ষ অভিনেতা শাজাহান সম্রাট টেলিভিশনে সুমন আনোয়ার পরিচালিত ‘জাতিস্মর’ নাটকের মাধ্যমে নতুন এক যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে দীপ্ত টেলিভিশনে প্রচারিত ‘জলপুত্র’ ধারাবাহিকে জয়ন্ত নামের একটি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। আমাদের দেশে ওটিটির প্রথম দিকে যে কয়টি কাজ মাইলফলক স্পর্শ করেছে তাদের মধ্যে অন্যতম একটি হলো ‘সদরঘাটের টাইগার’ এই ফিকশনেও অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যে ‘দ্য ফেইস হাউজ’, ও ‘জননী’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন সম্রাট। গতবছর রিলিজ পাওয়া নূরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাতেও পাকিস্তানি অফিসারের চরিত্রে তার অভিনয় নজর কাড়ে অনেকের। ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাতেও শাজাহান সম্রাট অভিনয় করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
ওটিটির কল্যানে দক্ষ অভিনয় শিল্পীদের নিয়ে নতুন করে ভিন্ন রকম গল্প এবং চরিত্র নিয়ে যেভাবে ব্যতিক্রমী কাজের শুরু হয়েছে তা অভিনেতা শাজাহান সম্রাটের মতে ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছুই নিয়ে আসবে। কারন এই প্ল্যাটফর্মে যারা কাজ জানে তারাই সুযোগ পাচ্ছেন নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য। শাজাহান সম্রাট এই মূহুর্তে অনেকের প্রিয় শিল্পীর তালিকায় জায়গা করে নিচ্ছেন তবে শাজাহান সম্রাটের প্রিয় অভিনেতা বা অভিনেত্রী কে বা কারা জানতে চাইলে তিনি জানান- ‘আমার প্রিয় অভিনেতাদের তালিকায় আছেন আনেকেই, জনি ড্যাপ, জিম ক্যারি, নাসিরুদ্দিন শাহ, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জাফর ইকবাল, রাজ্জাক, মান্না অভিনেতাদের মধ্যে আমার প্রিয়। অভিনেত্রীদের মধ্যে মনিকা বেলুচি, অ্যাঞ্জেলিনা জোলি, ফরিদা জালাল, শাবানা আজমি, সুবর্ণা মুস্তফা, শাবনূর, পূর্ণিমা, অপি করিম আমার প্রিয়।
শাজাহান সম্রাট আরো জানান, আসলে অভিনয়টা আমি করে যেতে চাই সবসময়ই। মঞ্চ, টেলিভিশন, ওটিটি বা চলচ্চিত্র যে মাধ্যমেই হোক না ক্যানো, ভিন্ন ভিন্ন চরিত্রে সাবলীলভাবে স্ক্রিনে উপস্থাপন করার মাঝে একটা অন্যরকম আনন্দ আছে। যা আমার শিল্পী সত্ত্বাকে প্রতিনিয়ত আরো ভালো কিছু করার উৎসাহ যোগায়। সামনের দিনে এই উৎসাহ এবং ধৈর্য্য নিয়ে আমি আরো অনেকটা পথ এগিয়ে যেতে চাই সবার ভালোবাসা সাথে নিয়েই।
সামনে রাশিদ পলাশের ‘রঙ বাজার’ সিনেমায় ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করছেন শাজাহান সম্রাট। এছড়া মোশাররফ করিম এবং পার্ণো মিত্রের সাথে সামনেই সম্রাটের দেখা মিলবে ‘বিলডাকিনী’ নামের আরেকটি সিনেমায়। তবে ‘বোধ’এর রাফ এন্ড টাফ ডিবি অফিসার এহসান রূপে নিজের দিকে লাইমলাইট টেনে নেয়া এই প্রতিভাবান তরুন সামনের দিনে যে ইন্ডাস্ট্রির অন্যতম আস্থাশীল অভিনেতা হিসেবে এক দীর্ঘ এবং সফল যাত্রা শুরু করতে যাচ্ছেন তা বলা যায় অবলীলায়। শুভ কামনা রইলো সময়ের গুণী এবং সম্ভাবনাময় অভিনেতা শাজাহান সম্রাটের জন্য।