স্কিন কেয়ারে কেন ‘ভিটামিন- সি’ বেছে নিবেন?

আপনারা অনেকেই হয়ত ভিটামিন- সি এর গুণাবলি সম্বন্ধে জানেন। ভিটামিন- সি সাধারণ উপাদান মনে হলেও, এতে আছে ইথাইল অ্যাসকরবিক অ্যাসিড। ইথাইল অ্যাসকরবিক অ্যাসিড, হাইলি পটেন্ট এবং ভিটামিন- সি এর স্ট্যাবেল ফর্ম, যা অক্সিডাইজড না হয়ে খুব সহজেই ত্বকের গভীরে প্রবেশ করতে পারে।

যায়ান এন্ড  মাইজার ভিটামিন-সি যুক্ত প্রোডাক্ট গুলো, ডার্ক স্পট দূর করতে, ত্বককে উজ্জ্বল এবং রিপেয়ার করতে সাহায্য করে। প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

‘যায়ান এন্ড  মাইজা ভিটামিন-সি ফেসওয়াশ’

ফেসওয়াশটি ত্বকের পিএইচ এবং ন্যাচারাল সিবাম প্রোডাকশন বজায় রেখে খুব সহজেই ক্লিন করে। স্মল মলিকিউলের তৈরি হওয়ায় ত্বকে সহজে প্রবেশ করতে পারে এবং গভীর থেকে  ক্লিন করে। এতে ভিটামিন- সি এর পাশাপাশি আছে এলো ভেরা ও হোলি বেসিল। যা আপনার স্কিনকে সুদিং ভাব দিবে। এপ্লিকেটরের সাহায্যে দিনে দুইবার ফেসে ব্যাবহার করলে, ব্রণের দাগ দূর হবে এবং ত্বককে উজ্জ্বল ও স্মুথ করবে।

‘যায়ান এন্ড  মাইজা ভিটামিন-সি সিরাম’

সিরামটিতে রয়েছে কাকাডু প্লাম, যা ভিটামিন- সি’র একটি গুরুত্বপূর্ন সোর্স। কাকাডু প্লাম ত্বককে একটি কমলার চেয়ে ১০০ গুণ বেশি ভিটামিন- সি প্রোভাইড  করতে পারে।

প্রোডাক্টটির প্রধান উপাদান ইথাইল অ্যাসকরবিক অ্যাসিড, যা ত্বকের গভীরে পৌঁছে কোলাজেন সিন্থেসিসের মাধ্যমে কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করে। যায়ান এন্ড  মাইজা ভিটামিন-সি সিরাম অল  স্কিন টাইপের জন্য উপযুক্ত। সিরামটি অতিরিক্ত মেলানিন প্রোডাকশন নিয়ন্ত্রণে রেখে স্কিন টোনকে ইভেন করে, ডাল-স্কিনকে উজ্জ্বল করে, এবং ত্বককে গ্লোয়িং ও প্রাণবন্ত করে তোলে।

‘যায়ান এন্ড  মাইজা ভিটামিন- সি ডে এন্ড নাইট ক্রিম’

এগুলা এমন ময়েশ্চারাইজার যা আমাদের ত্বকের আদ্রতা বজায় রেখে ড্রাইনেস দূর করে। ডে ক্রিমটির এসপিএফ 15 ত্বকে একটি প্রোটেকশন লেয়ার তৈরি করে  যাতে স্কিন ইউভি-রে  ও ফ্রি রেডিক্যাল থেকে সেফ থাকে। নাইট ক্রিম স্কিনকে ওভার নাইট ট্রিটমেন্ট করে।

খুব  স্মল মলিকিউলের তৈরি হওয়ায় ত্বকে সহজে প্রবেশ করে এবং স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে। ক্রিম গুলো স্কিনের কোলাজেন প্রোডাকশন বৃ্দ্ধি করে। ভিটামিন- সি ছাড়াও এতে রয়েছে শিয়া এবং মুরুমুরু বাটার, যা ত্বককে লম্বা সময় ধরে ময়েশ্চারাইজড রাখে।

‘যায়ান এন্ড  মাইজা ভিটামিন- সি কাওলিন ক্লে মাস্ক’

এতে রয়েছে ভিটামিন- সি, কাওলিন, এবং নিয়াসিনামাইডের পাওয়ারফুল কম্বিনেশন। ক্লে মাস্কটি ব্যাবহারের ফলে ত্বকের ডেড সেল দূর হয় এবং কয়েক মিনিটেই ভেতর থেকে ক্লিন করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

‘যায়ান এন্ড  মাইজা ভিটামিন-সি বডি লোশন’

লোশনটিতে আছে ভিটামিন-সি, শিয়া বাটার, নিয়াসিনামাইড, এবং আলফা আরবিউটিন। আলফা আরবিউটিন এবং নিয়াসিনামাইড, দুটি সেইফ ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্টস। উপাদান গুলো  ব্যাবহারের ফলে ত্বকের ডার্ক স্পট দূর হবে। লোশনটি ব্যবহারে ত্বকে অয়েলি ভাব থাকেনা, খুব সহজেই মিশে গিয়ে স্কিন টোনকে ইভেন করে।

তাই, আপনার ত্বককে প্লাম্পি, গ্লোয়ি ও ইভেন টোনড করে তুলতে নিয়মিত যায়ান এন্ড  মাইজার ভিটামিন-সি যুক্ত প্রোডাক্ট গুলো ব্যাবহার করুন।

Ad