কলকাতা চলচিত্র উৎসবে সেরা সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

 

আফজালুর ফেরদৌস রুমন 

ভাটির দেশের মাটির সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ কলকাতা চলচিত্র উৎসবে সেরা সিনেমা হিসেবে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কারে ভুষিত হয়েছে। অভিনন্দন এবং শুভ কামনা রইলো সিনেমার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য।

উল্লেখ্য দুই যুগ ধরে একটি স্বপ্নকে নিজের মাঝে ধারণ এবং দীর্ঘ পাঁচ বছরের চেষ্টা আর একাগ্রতায় নির্মাতা মুহাম্মদ কাইউম বানিয়েছেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। হাওর তথা ভাটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা, প্রকৃতি ও দারিদ্র্যের সঙ্গে তাদের সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ইতিমধ্যে রিলিজ পাওয়া ট্রেলার দেখে যতোটুকু বোঝা গেছে যে, বাংলার মাটি, পানি, হাওয়া এবং ক্ষনে ক্ষনে রূপ বদলানো প্রকৃতির সাথে মিশে থাকা মানুষের গল্প উঠে এসেছে এই ভিন্নধর্মী সিনেমাটিতে।

ভিন্নধারার গল্প এবং ভাটি অঞ্চলের মানুষের সুখ দুঃখের গল্পের দেখা পাওয়া এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। উল্লেখ্য পরিচালনার পাশাপাশি নির্মাতা মুহাম্মদ কাইউম নিজেই এই সিনেমাটি প্রযোজনা করেছেন। স্রোতের বিপরীতে এগিয়ে চলার সাহস সবার থাকেনা, মুহাম্মদ কাইউম এবং তার টিম সেই সাহসটি দেখিয়েছেন যে নিজেদের স্বপ্ন এবং সেটা সত্যি করার লড়াইটা এই আধুনিক যুগে এসেও এক কঠিন পরীক্ষার মতোই। কলকাতা চলচিত্র উৎসবে সেরা সিনেমা হিসেবে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার লাভ করাটা সামনের দিনে আরো অনেক তরুন স্বপ্নবাজকে উজ্জীবিত যেমন করবে তেমনি স্বপ্ন পূরণের জন্য সাহসও যোগাবে….

Ad