এই সময়ের সম্ভাবনাময় একজন অভিনেতা নাফিস আহমেদ
আফজালুর ফেরদৌস রুমন
প্রচারবিমুখ এবং একইসাথে কিছুটা আত্মকেন্দ্রিক অভিনেতা নাফিস আহমেদ সাম্প্রতিক সময়ে বেশকিছু ভিন্নধর্মী কনটেন্টে অভিনয় করছেন। নিজ যোগ্যতা, পরিশ্রম আর ভালো কিছু করার ইচ্ছাশক্তির উপর ভির করে নাফিস আহমেদ এই সময়ের অন্যতম আলোচিত এবং সম্ভাবনাময় এক নাম। মঞ্চে নিজের প্রতিভার জানান দেয়া এই তরুন অভিনেতাকে সামনে দেখা যাবে ওটিটি এবং চলচ্চিত্র দুই মাধ্যমের বিগ এরেঞ্জমেন্ট এর বেশকিছু কাজে।
গতবছর করোনা পরিস্থিতির কারনে লকডাউনের জীবন যাপন এবং মানসিক নানা টানাপোড়েন নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ওয়াজ বিউটিফুল’ নামক ফিকশন দিয়ে তরুন অভিনেতা নাফিস আহমেদ অনেকের নজর কাড়েন। ভিন্নধর্মী একটি কনটেন্ট যা আমাদের জীবন যাপনে গত প্রায় দেড়-দুই বছর ধরেই জড়িয়ে আছে ওতোপ্রোতভাবে সেরকম একটি সাবজেক্ট নিয়ে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনেতা নাফিস আহমেদ একাই অভিনয় করেছেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো সাত মিনিট ব্যাপী এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কোন সংলাপ নাই। নির্বাক চলচ্চিত্রটি সময় এবং মানসিক নানা দিক তুলে ধরেছে নান্দনিক ভাবেই।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার পর বেশ কিছু ব্যতিক্রমী ফিকশনে কাজের সুযোগ পান নাফিস। তবে শুধুমাত্র সংখ্যায় মনোযোগ না দিয়ে মানসম্মত কাজ করার অভিপ্রায় এবং ইচ্ছা ধারন করে একই ধারায় না হেটে চরিত্রের ব্যপ্তি গুরুত্ব না দিয়ে গল্পে চরিত্রের গুরুত্বটাই নাফিসের কাছে মূল বিষয় হিসেবে গুরুত্ব দিয়েছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এরই মধ্যে তিনি কাজ করেছেন সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত প্রশংসিত ওয়েব সিরিজ ‘তাকদীর’, তানিম নূরের আলোচিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং গোলাম সোহরাব দোদুলের ‘কালো প্রজাপতি’ নামক ফিকশনে। প্রতিটি ফিকশনেই স্ক্রিনে যতোটুকু সময় পেয়েছেন নিজের আলাদা ছাপ রাখতে সক্ষম হয়েছেন।
সবকিছু ঠিক থাকলে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে খিজির হায়াত খানের ‘ওরা ৭জন’, অরুনা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমাতেও দেখা যাবে তাকে খুব শিগগিরই। ‘ওরা ৭ জন’ বিশাল ক্যানভাসে নির্মিত আমাদের মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা। সুমিত নামের একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেলুলয়েডে নাফিস নিজের ছাপ রাখবেন তা বলার অপেক্ষা রাখেনা
ইতিমধ্যে সিনেমায় তার লুক বেশ প্রমিজিং বলেই মনে হচ্ছে। অন্যদিকে ‘অসম্ভব’ সিনেমার পরিচালক অরুনা বিশ্বাস আগামী দিনে মেধাবী অভিনেতা হিসেবে নাফিসকে নিয়ে বেশ আশাবাদী। হোসনি মোবারক রুমি পরিচালিত ‘অন্তুষ্টিক্রিয়া’ ও মিজানুর রহমান লাবু পরিচালিত ‘আমার অরণ্য’ সিনেমা দুটিতেও দেখা মিলবে এই দক্ষ এবং পরিশ্রমী তরুন অভিনেতার। পাশপাশি বর্তমানে বেশকিছু ওটিটি কনটেন্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। খুব শিগগিরই সেসব নিয়ে অফিশিয়াল ঘোষণা আসবে বলে জানা গেছে।
তরুন অভিনেতা নাফিস মনে করেন যে, ভালো কাজ করার ইচ্ছা এবং চ্যালেঞ্জিং নানা চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার মনোবলই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। সামনের দিনে ভিন্নধর্মী কনটেন্ট এবং বৈচিত্র্যময় চরিত্রে নিজের সেরাটাই দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এই তরুন অভিনেতার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।