এবারো মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা গায়কের মনোনয়ন পেলেন অজয় রায়
আফজালুর ফেরদৌস রুমন
অভিষেক বছরেই তুমুল প্রশংসিত এবং জনপ্রিয় গান উপহার সাথে দেশের সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড শো মেরিল প্রথম আলো তারকা পুরস্কারে চূড়ান্ত মনোনয়ন দিয়ে এককথায় বাজিমাৎ করা তরুন গায়ক অজয় রায় গত বছরের মতো এবারো পেয়েছেন সেরা গায়কের মনোনয়ন।
মজার ব্যাপার হচ্ছে গতবার তিনি মনোনয়ন পেয়েছিলেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত ‘চিরকাল আজ’ নামক ফিকশনের শ্রুতিমধুর গান ‘রিমঝিম বৃষ্টি ঝরে যায়’ এর বরাতে অন্যদিকে এই বছরেও তিনি মনোনয়ন পেয়েছেন সেই ভিকি জাহিদ পরিচালিত পুনর্জন্ম-৩ ফিকশনের ‘পুনর্জন্ম’ এবং শুক্লপক্ষ ফিকশনের ‘ঘুন’ নামক দুটি গানের জন্য। মাহমুদ হায়াৎ অর্পণের কথা এবং সুরে দুটি গানেই ক্ল্যাসিক্যাল ঘরানার ছাপ যেমন রয়েছে তেমনি আধুনিক সময়ের শ্রোতাদের মন জয় করার উপাদানও আছে ঠিকঠাক।
পর পর দুই বছরেই মনোনয়ন প্রাপ্তি। ইন্ডাস্ট্রিতে একজন নবীন ও তরুন গায়ক হিসেবে অজয় রায়ের অনুভূতি কি জানতে চাইলে তিনি বলেন- ‘আমি সত্যিই অনেক আনন্দিত এবং একই সাথে কৃতজ্ঞ। বাবা-মা, পরিবারের বাইরেও অন্য সবার এই ভালোবাসা এবং দোয়া আমার সামনের দিনগুলোতে এগিয়ে যাবার জন্য আমার মনোবল বাড়িয়েছে অনেক। আশাকরি আমি তাদের হতাশ করবোনা’। অজয় আরো জানান, পুরস্কার পাবো কিনা সেটা সময়ই বলে দিবে তবে বাপ্পা মজুমদার দাদা, পার্থ বড়ুয়া দাদা, হাবিব ওয়াহিদ, পান্থ কানাই এর মতো দেশের খ্যাতিমান এবং জনপ্রিয় শিল্পীদের সাথে একই তালিকায় নিজের নাম দেখাটা যেমন গর্বের তেমনি সামনের দিনের জন্য দায়িত্বও নিয়ে এসেছে’।
সময়ের নিয়মে আমাদের সংগীত অংগনেও বেশকিছু দক্ষ এবং প্রতিভাবান গায়ক-গায়িকাদের আগমন ঘটেছে ইন্ডাস্ট্রিতে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন ক্ল্যাসিক্যাল ঘরানাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার অন্যতম কারিগর গায়ক অজয় রায়। মাত্র দুই বছরের ক্যারিয়ায়ারে পূর্ণজন্ম সিরিজ, শুক্লপক্ষ, লিলুয়া, শেষ দেখা নামক বেশকিছু আলোচিত ফিকশনে অজয় রায়ের কন্ঠের জাদু যে আলাদা মাত্রা যোগ করেছে তা বলার অপেক্ষা রাখেনা।
তবে শুধু ফিকশনেই নিজেকে আবদ্ধ রাখেননি এই প্রতিশ্রুতিশীল ক্ল্যাসিক্যাল ঘরানার প্রতিভাবান গায়ক অজয় রায়। দূর্গা পূজা উপলক্ষে ‘মহাদেব’ নামক গানেও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন বেশ সাবলীলভাবেই। সামনেই বেশকিছু গান নিয়ে হাজির হচ্ছেন এই গুণী শিল্পী। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতেও মেধাবী সুরকার শোভন রায়ের সুর এবং প্রখ্যাত গীতিকার প্রসেনজিৎ ওঝার কথায় একটি ভিন্নরকম গান ‘ব্যবচ্ছেদ’ নিয়ে হাজির হয়েছেন এই গুণী এবং দক্ষ গায়ক। যারাই মিউজিক ভিডিওটি দেখেছেন বা গানটা শুনেছেন তারাই এর ভূয়সী প্রশংসা করেছেন। অজয় রায়ের জাদুকরী কন্ঠে ‘তোমাকে ভালোবাসাই ছিল ভুল,দাঁতের ফাঁকে পড়েছে আংগুল’ এর মতো মিস্টি এবং রোমান্টিক ঘরানার গানটি নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা একটি কাজ।
গানের প্রাকটিস খুব ছোটবেলা থেকেই করে আসছেন অজয়। এখনো সেই প্রাকটিস করেন তিনি নিয়ম করেই। নজরুল ঘরানার গানেই নিজেকে সপে দেয়া এই তরুন শিল্পী সব ধরনের গানেই নিজের দক্ষতা এবং মেধা যেমন তুলে ধরতে চান তেমনি ক্ল্যাসিক্যাল ঘরানায় তিনি স্বাচ্ছন্দ্যে বোধ করেন বেশি এটাও জানান অকপটে। সামনে গায়ক অজয়ের এই সাফল্য যাত্রা অবিরামভাবে চলবে আমাদেরকে অসংখ্য শ্রুতিমধুর গান উপহার দেয়ার মাধ্যমে সেটাই কাম্য। অজস্র অভিনন্দন এবং শুভকামনা রইলো এই তরুন তুর্কীর জন্য..