নিজের ফ্যাশন স্টুডিও ‘এল-ভার্টিস’ নিয়ে ডিজাইনার নিলয় হাসান

আফজালুর ফেরদৌস রুমন 

প্রায় এক দশকের অভিজ্ঞতা এবং দক্ষতার সংমিশ্রণে আমাদের দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির সুপরিচিত ফ্যাশন ডিজাইনার নিলয় হাসান নিজের ডিজাইন স্টুডিও লঞ্চ করেছেন সম্প্রতি। এল-ভার্টিস নামের এই ডিজাইন স্টুডিওতে ব্যতিক্রমী এবং আন্তর্জাতিক মানের পোষাকের পসরা নিয়ে হাজির হয়েছেন নিলয় হাসান এবং তার টিম।

বিগত এক দশকে দেশের বেশ কয়েকটি নামীদামী ফ্যাশন হাউজে কাজ করেছেন নিলয়। সেই অভিজ্ঞতা থেকেই সম্প্রতি স্বতন্ত্র ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজের একটি ডিজাইন স্টুডিও শুরু করার অনেক দিনের একটা স্বপ্ন সত্যি করার সুযোগ পেয়েছেন তিনি। পুরুষদের বিশেষ করে গ্রুমদের জন্য নান্দনিক এবং ভিন্নতা আছে এমন ডিজাইনের পসরা নিয়ে নিলয় হাসান তৈরী করেছেন তার এই ড্রিম স্টুডিও এল-ভার্টিস।

ইতিমধ্যে নিজের ব্যতিক্রমী এবং এক্সক্লুসিভ ডিজাইন দিয়ে ফ্যাশন হাউজ সহ অনেক বড় বড় ক্লাইন্টদের আস্থা অর্জন করা নিলয় হাসান। সময়ের সাথে সাথে বদলে যাওয়া ফ্যাশন ট্রেন্ড নিজস্ব চিন্তা আর আমাদের দেশের ঐতিহ্যর মিশেলে নিয়েই নিজের ডিজাইনে ব্যতিক্রম আয়োজনের পসরা সাজিয়েছেন তিনি। ফেসবুক পেইজে বেশকিছু প্রোডাক্টের শ্যুটের ছবি দেখে শেরওয়ানি, পাঞ্জাবি, আচকান, কটি, প্রিন্সকোট সহ আরো বেশকিছু ফরম্যাটে পুরুষদের জন্য নজরকাড়া এবং বিশেষ যত্ন নিয়ে তৈরী করা পোষাকের দেখা মিলেছে।

নারীদের জন্য দেশে ব্রাইডাল সহ নানা ধরনের পোষাক ব্র‍্যান্ডের দেখা মিললেও পুরুষদের জন্য সেরকম অনেক ব্র‍্যান্ড বা শো-রুম নেই যতোটা দরকার। আমাদের দেশের পুরুষদের তাদের নিজেদের জীবনের বিশেষ বিশেষ দিন যেমন বিয়ে, হলুদ, মেহেদী, এনগেজমেন্ট এবং ওয়ালিমা সহ নানা ইভেন্ট মাথায় রেখেই নিলয় হাসান নিজের আইডিয়া এবং দেশীয় ঐতিহ্যর প্রেক্ষাপটে এস্থেটিক পোষাক নিয়েই শুরু করেছেন নিজের এই ফ্যাশন স্টুডিও।

আপাতত শুধু জেন্টস আইটেম নিয়ে পথচলা শুরু করলেও সামনে উইমেন বা কিডস সেকশনও চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নিলয় হাসান। ঢাকার নিকুঞ্জ-২ এলাকায় নিজস্ব স্টুডিওর পাশাপাশি ভোক্তাদের সুবিধার জন্য অনলাইন পেইজ থেকেও নিজের পছন্দমতো পোষাকটি ক্রয় করার সুযোগ রাখা হয়েছে। এমনকি নিজের কোনো ডিজাইন থাকলে সেটাও কাস্টোমাইজ করে ভিন্ন রকমের এক্সক্লুসিভ ড্রেস তৈরী করার সুবিধাও পাবেন ভোক্তারা।

অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো দক্ষ এবং স্বপ্নপূরণ করার পথে কদম বাড়ানো ডিজাইনার নিলয় হাসান এবং তার ডিজাইন স্টুডিও ‘এল-ভার্টিস’র জন্য…

Ad