সিজেএফবি আয়োজনে সেরা টেলিভিশন অভিনেতা’র (সমালোচক) পুরস্কার জিতলেন নাঈম

আফজালুর ফেরদৌস রুমন 

এক দশকের ক্যারিয়ার পার করে এসে এফ এস নাঈম এই সময়ে ইন্ডাস্ট্রির অন্যতম আস্থাশীল অভিনেতাদের একজন। বিশেষ করে সৈয়দ আহমেদ শাওকি’র পরিচালনায় ‘কারাগার’ এর দুই সিজনে নতুন করে নিজের দক্ষতা এবং প্রতিভার জানান দেবার পাশাপাশি ক্যারিয়ারের সেরা সময় পার করা এই পরিশ্রমী অভিনেতা সম্প্রতি সিজেএফবি পুরস্কারে সেরা অভিনেতা (সমালোচক) হিসেবে পুরস্কার লাভ করেছেন। ‘মোহ এবং মায়া’ নাটকে অসাধারণ পারফরম্যান্স এর জন্য তিনি সমালোচনা বিভাগে এই পুরস্কার নিজের নামে করে নিয়েছেন তিনি।

কাজের স্বীকৃতি যেকোনো মাধ্যমের যে কাউকে সামনের দিনে আরো ভালো কাজ করার উৎসাহ দেবার পাশাপাশি মনোবল এবং আস্থা বাড়াতে সাহায্য করে। দর্শকদের ভালোবাসার পাশাপাশি এমন স্বীকৃতি স্বাভাবিকভাবেই অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের কাছে প্রত্যাশিত এবং আগ্রহের একটি বিষয়। মনোনয়ন এবং পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে সেই প্রত্যাশা এবং আগ্রহ বাড়িয়ে দেয় আরো কয়েকগুন….. তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এবং আনন্দিত এফ এস নাঈম কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন তার দর্শকদের এবং তার সাথে কাজ করা প্রতিটি শিল্পী এবং ক্যামেরায় পেছনের মানুষদের প্রতি….

সময়ের সাথে সাথে অভিজ্ঞতা এবং দক্ষতার সংমিশ্রণে এক অন্য নাঈমের দেখা পেয়েছি আমরা সাম্প্রতিককালে… পাশপাশি করোনা পরবর্তী সময়ে তার বডি ট্র‍্যান্সফরমেশন রীতিমতো চমকে দিয়েছে আমাদের সবাইকে। এখন স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে আরো মনোযোগী এবং সর্তক হবার পাশপাশি প্রতিনিয়ত নিজেকে নিয়েই ছাড়িয়ে যাবার যে চ্যালেঞ্জ নিয়েছেন নাঈম তা প্রশংসার দাবিদার। সামনে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর আপকামিং সিরিজ ‘মিশন হান্টডাউন’ এ একটি চ্যালেঞ্জিং এবং ভিন্নধর্মী চরিত্রে দেখা মিলবে তার। সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদের পরিচালনায় এই সিরিজে আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম, সুমিত সেনগুপ্ত, সাদিয়া মাহী সহ আরো অনেকে.. এছাড়া জনপ্রিয় নির্মাতা অরুন চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমাতেও প্রধান ভূমিকায় দেখা মিলবে নাঈমের৷

ওটিটির যুগে অনেক আন্ডাররেটেড অভিনেতা এবং অভিনেত্রীদের নতুন করে পাওয়া গেছে। বয়সের সাথে মিল রেখে এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারে অভিনয় দক্ষতা দিয়ে আমাদের মন্ত্রমুগ্ধ করে রাখা এই শিল্পীদের লিস্টে এফ এস নাঈম নিঃসন্দেহে একটি আলোচিত নাম। সামনের দিনে আরো বৈচিত্র‍্যময় চরিত্রে নিজের দক্ষতা এবং প্রতিভার সাক্ষর রাখবেন তিনি প্রতিনিয়ত সেটাই কাম্য…

 

Ad