রণক্ষেত্রের ঝলক দেখানো ট্রেলার হাজির করলো ‘ওরা ৭ জন’
আফজালুর ফেরদৌস রুমন
মুক্তিযুদ্ধের সিনেমা কথাটি শুনলে বা দেখলে যে ধরনের গল্প বা কনটেন্ট সম্পর্কে আমরা ধারণা করে নেই সেই ধারণা থেকে অল্প হলেও নতুনত্বের দেখা মিললো খিজির হায়াত খানের আপকামিং সিনেমা ‘ওরা ৭ জন’ এর প্রায় আড়াই মিনিটের ট্রেলারে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার এক রণক্ষেত্রের সত্যিকারের ঘটনা অবলম্বনে এই ব্যাটলফিল্ড সিনেমা আমাদের দেশীয় চলচ্চিত্রে বিশেষ করে মুক্তিযুদ্ধের সিনেমার ধারায় নতুন মাত্রা যোগ করবে কিনা তা সময়ই বলে দিবে তবে ট্রেলার সোজা বাংলায় বলতে গেলে আহামরি না হলেও মন্দ নয়…..
হলিউড, স্প্যানিশ, কোরিয়ান বা চাইনিজ তো বটেই এমনকি ভারতেও যুদ্ধের একটি সিনেমা( একটি ব্যাটলফিল্ড নির্ভর) যে বিশাল বাজেট এবং এরেঞ্জমেন্ট নিয়ে নির্মান করা হয় সেটা আমাদের দেশে কল্পনাও করতে পারেন না নির্মাতারা। এই কারনে দেশ স্বাধীন হবার ৫২ বছরে এসেও আমরা সেই ভাবে যুদ্ধের ময়দানে ধুন্ধুমার লড়াইয়ের কোনো সিনেমা এখনো পাইনি। সেই ধারাবাহিকতায় খিজির হায়াত খান যে সাহস এবং চ্যালেঞ্জটা নিয়েছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ব্যাটলফিল্ড বলি বা রণক্ষেত্র আমাদের দেশীয় সিনেমায় এমন বিশাল আয়োজনের কিছু আমরা দেখিনি এর আগে।
হানাদার বাহিনী কর্তৃক পাশবিক নির্যাতন, হত্যাযজ্ঞ, বর্বরতা যেমন উঠে এসেছে তেমনি উঠে এসেছে স্বাধীন একটা দেশ গড়ার জন্য সেই সময়ের সব শ্রেনীর মানুষের সাহসীকতা, পরিবারের বন্ধন, প্রেম সহ সবকিছুই উঠে এসেছে এই ট্রেলারে। নাম ঘোষণার সময় থেকেই আলোচনায় ছিলো মুক্তিযুদ্ধের এই সিনেমা। সাথে চমক লাগানো বিশাল স্টারকাস্ট বাড়তি আকর্ষন হিসেবে আগ্রহ জাগিয়েছিলো। ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, হামিদুর রহমান, জয়রাজ, শাহরিয়ার ফেরদৌস সজীব, স্নিগ্ধা সহ বেশকিছু অভিনয় শিল্পীদের সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন খিজির হায়াত খানকেও।
ট্রেলারের প্রথমেই ‘ফুল গাছটা ছিঁড়ে নিয়ে গেছে। ভোর হবার আগেই আমরা মৌমাছির চাকটা ভাঙবো। খাঁটি মধু খেতে অবশ্যই আসবে’ সংলাপটা যেমন আগ্রহ জাগায় তেমনি বাকি সবকিছু একপাশে রেখে এই ট্রেলারে ব্যক্তিগত ভাবে আমার ভালো লাগার একটি বিষয় ব্যাকগ্রাউন্ডে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির ব্যবহার। রণক্ষেত্রে অস্ত্রের এমন ব্যবহার যেমন এর আগে সেলুলয়েডে চোখে পড়েনি তেমনি আলাদাভাবে নজর কেড়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সাউন্ড। কিছু কিছু দৃশ্যের চিত্রায়ণও বেশ ভালো লাগলো। আশাকরি সিনেমা হলে এই দৃশ্যগুলো দেখতে আরো ভালো লাগবে….
সিনেমা দেখার আগেই ট্রেলার দেখেই সিনেমাটি ভালো হবে না মন্দ হবে সেটা যেমন বলার উপায় নাই তেমনি ‘ওরা ৭ জন’ সিনেমার এই ট্রেলারটি আমাদের ভিন্ন স্বাদের একটি মুক্তিযুদ্ধের সিনেমা দেখার সুযোগ করে দিতে যাচ্ছে সেটা বলা যায় নিঃসন্দেহে।