মস্কো চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের ‘পেয়ারার সুবাস’

আফজালুর ফেরদৌস রুমন 

আলফা-আই স্টুডিওর প্রথম চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’ বিশ্বের ঐতিহ্যবাহী ৪৫ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমার ইংরেজি নাম ‘দ্য সেন্ট অব সিন’। আগামী ২৬শে এপ্রিল মস্কোতে বহুল প্রতীক্ষিত এই সুনির্মিত সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ‘পেয়ারার সুবাস’ সিনেমাতে প্রধান চরিত্রে আছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজ এর মতো দক্ষ এবং শক্তিশালী অভিনেতা এবং অভিনেত্রীদের দেখা যাবে এই সিনেমায়। ‘পেয়ারার সুবাস’ সিনেমার চিত্রগ্রহণে ছিলেন আয়ান রেহাল, সম্পাদনায় সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার আর মিউজিক করেছেন রাশিদ শরীফ শোয়েব। উল্লেখ্য সিনেমার সহ- প্রযোজক হিসেবে সম্প্রতি যুক্ত হয়েছে দেশীয় জনপ্রিয় এবং প্রশংসিত ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’….

Ad